Realme 9i ভারতে আসতে পারে Realme Narzo 9i নামে, Realme 9 Pro+ এর সাথে দেখা গেল সার্টিফিকেশন সাইটে

রিয়েলমির আসন্ন স্মার্টফোন সিরিজ Realme 9 বেশ কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে। এই সিরিজের অধীনে Realme 9, Realme 9i, Realme 9 Pro এবং Realme 9…

রিয়েলমির আসন্ন স্মার্টফোন সিরিজ Realme 9 বেশ কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে। এই সিরিজের অধীনে Realme 9, Realme 9i, Realme 9 Pro এবং Realme 9 Pro+/ Max -এই তিনটি স্মার্টফোন বাজারে পা রাখতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যেই Realme 9 Pro+ 5G ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন(NBTC), ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC) ও টিকেডিএন (TKDN) -এর মত সাইট থেকে সার্টিফিকেশন লাভ করেছে। এখন জানা যাচ্ছে, আসন্ন Realme 9 সিরিজের আরও একটি ফোন Realme 9i -এর সাথে Realme 9 Pro+ 5G চায়না কোয়ালিফিকেশন সার্টিফিকেশন (CQC) প্ল্যাটফর্ম থেকে অনুমোদন লাভ করেছে। অন্যদিকে নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Realme 9i ফোনটি ভারতে Realme Narzo 9i নামে লঞ্চ হতে পারে।

Realme 9 Pro+ 5G ও Realme 9i কে স্পট করা গেল CQC -এর সাইটে

RMX3393 মডেল নম্বর সহ রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনটি চায়না কোয়ালিফিকেশন সার্টিফিকেশন (সিকিউসি) সাইটে তালিকাভুক্ত হয়েছে। সেখান থেকে জানা গেছে এই ফোনটি আসতে পারে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। তবে এখনো রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে, সিকিউসি প্ল্যাটফর্মে RMX3491 মডেল নম্বর সহ রিয়েলমি ৯আই ফোনটিকে তালিকাভুক্ত করা হয়েছে। জানা যাচ্ছে এই ফোনে দেখা যেতে পারে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Realme 9i ভারতে আসতে পারে Realme Narzo 9i নামে

91Mobiles- এর সাথে সহযোগিতায় টিপস্টার মুকুল শর্মা Realme 9i ফোনটির কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এনেছেন। আবার টিপস্টার বলেছেন, এই ফোনটি আগামী বছরের প্রথম দিকেই Realme Narzo 9i নামে ভারতের বাজারে লঞ্চ হবে। ফোনটি প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক- এই দুটি কালের অপশনে বেছে নেওয়া যাবে। ৪ জিবি/ ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে আসতে পারে রিয়েলমির এই নতুন ফোন।

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল, Realme 9i (Realme Narzo 9i) ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য এখানে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর + ৮ মেগাপিক্সেলের সেন্সর + ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। Realme 9i/ Narzo 9i ফোনে পাওয়া যাবে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

অন্যদিকে, Realme 9 Pro+ 5G ফোনের ব্যাকপ্যানেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর ও ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনুমান করা হচ্ছে Realme 9 Pro+ ফোনটির ৪জি ও ৫জি দুটি এডিশন বাজারে আসতে পারে।