Realme আনছে অলরাউন্ডার ফ্ল্যাগশিপ ফোন, দাম জানিয়ে দিলেন সংস্থার এক্সিকিউটিভ

বাজেট স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বাজারে এলেও Realme (রিয়েলমি) হালফিলে ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড ফোন প্রস্তুতির ওপর জোর দিয়েছে। প্রায়শই এই চীনা সংস্থার নতুন প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারে…

বাজেট স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বাজারে এলেও Realme (রিয়েলমি) হালফিলে ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড ফোন প্রস্তুতির ওপর জোর দিয়েছে। প্রায়শই এই চীনা সংস্থার নতুন প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারে আসতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বছরের শুরু থেকে Realme GT (রিয়েলমি জিটি) সিরিজের অধীনে বেশ কয়েকটি চমকপ্রদ ফোন লঞ্চ করার পর, তারা এই সেগমেন্টে আরো জনপ্রিয়তা পেতে এখন একটি নতুন ফ্ল্যাগশিপ ফোন চালু করার ইঙ্গিত দিয়েছে, যার দাম প্রায় ৫৮,০০০ টাকার কাছাকাছি হতে পারে। এই মুহূর্তে দাম ছাড়া আলোচ্য এই স্মার্টফোনের বিষয়ে সংস্থাটি আর বিশেষ কিছু বিবরণ দেয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি আগামী বছর অর্থাৎ ২০২২ সালের গোড়ার দিকে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হবে।

২০২২ সালের শুরুতেই বাজারে আসবে Realme-র নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন

রিয়েলমির এক্সিকিউটিভ জু চি (Xu Qi) সম্প্রতি বলেছেন যে, কোম্পানি ২০২২ সালের প্রথম দিকে একটি ‘প্রপার’ ফ্ল্যাগশিপ-গ্রেড ফোন আনতে কাজ করছে, যার দাম ৫,০০০ ইউয়ান (প্রায় ৫৮,০০০ টাকা) এর কাছাকাছি থাকবে। আসন্ন এই ফোনটি ‘রিয়েলমি জিটি’ সিরিজের ডিভাইসগুলিকে পিছনে ফেলে ইউজারদের কাছে অলরাউন্ডার হিসেবে গ্রহণযোগ্য হবে বলেই আশা করছে রিয়েলমি। আসলে এখনো পর্যন্ত সংস্থাটি তার হাই-এন্ড ফোনগুলি পারফরম্যান্স (সামগ্রিক ফিচার) এবং ক্যামেরা – দুভাগে প্রাধান্য দিয়ে তৈরি করেছে। সেক্ষেত্রে আগামী বছর আসা ফোনটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী সমস্ত ফিচার একসাথে অফার করতে পারে।

এদিকে, রিয়েলমি তার আসন্ন অলরাউন্ডার ফ্ল্যাগশিপের জন্য তার সিস্টার ব্র্যান্ড Oppo (ওপ্পো) এবং OnePlus (ওয়ানপ্লাস)-এর রিসোর্সের ওপর নির্ভর করতে পারে বলে অনেকে মনে করছেন। আসলে রিয়েলমি সম্প্রতি ফ্ল্যাশ কনসেপ্ট ফোনে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং টেকনোলজির প্রদর্শন করেছে, যা আগেই OnePlus 9 Pro-র রিস্কিন সংস্করণে দেখা গেছে। তাই উক্ত ফোনে চেনা ফিচারই পরিলক্ষিত হতে পারে। তবে সংস্থাটি ভারতে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমযুক্ত ফোন আনবে কিনা (বর্তমানে তাদের সমস্ত ফ্ল্যাগশিপ ফোনে সর্বোচ্চ ৬৫ ওয়াট চার্জিং প্রযুক্তি উপলব্ধ) তা সময়ই বলবে!

Realme GT সিরিজের মূল বৈশিষ্ট্য বা স্পেসিফিকেশন

ভারত এবং বিশ্ব বাজারে উপলব্ধ রিয়েলমি জিটি সিরিজের ফোনগুলি মূলত ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর (কয়েকটি ফোনে ডাইমেনসিটি প্রসেসর রয়েছে), ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম সহ বাজারে এসেছে। তবে দাম এবং রেঞ্জ (পারফরম্যান্স নতুবা ক্যামেরা)-এর ভিত্তিতে এই ফোনগুলির ফিচারে কিছুটা রকমফের দেখা যায়।