ল্যাপটপ প্রেমীদের মন জয় করতে Realme Book আসছে Intel Core i5 প্রসেসর সহ, দাম জেনে নিন

স্মার্টফোনের হাত ধরে যাত্র শুরু হলেও রিয়েলমির প্রোডাক্ট পোর্টফোলিওতে আজ ইয়ারফোন, ইয়ারবাডস, এবং পাওয়ার ব্যাঙ্কের মতো ডিভাইস বর্তমান। আবার ব্যবসা বিস্তৃত করার লক্ষ্যে এবার ট্যাবলেট…

স্মার্টফোনের হাত ধরে যাত্র শুরু হলেও রিয়েলমির প্রোডাক্ট পোর্টফোলিওতে আজ ইয়ারফোন, ইয়ারবাডস, এবং পাওয়ার ব্যাঙ্কের মতো ডিভাইস বর্তমান। আবার ব্যবসা বিস্তৃত করার লক্ষ্যে এবার ট্যাবলেট ও ল্যাপটপের বাজারকে পাখির চোখ করছে তারা। এমনকি, সেই বাজার ধরার বার্তা দিয়ে রিয়েলমির কর্মকর্তারা তাদের আসন্ন পণ্য দুটি- রিয়েলমি বুক (Realme Book) ল্যাপটপ এবং রিয়েলমি প্যাড (Realme Pad) ক্রমাগত টিজ করে চলেছে।

তবে এই সমস্ত টিজার থেকে এতদিন Realme Book ল্যাপটপের স্পেসিফিকেশন ও ফিচারগুলি স্পষ্ট হয়নি। তবে আজ রিয়েলমির প্রথম ল্যাপটপ, রিয়েলমি বুকের একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

Realme Book ল্যাপটপে Intel Core i5 প্রসেসর থাকবে

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Realme Book ল্যাপটপ 11th generation Intel Core i5-1135G7 প্রসেসর সহযোগে আসবে। Tiger Lake U-সিরিজের এই চিপসেট ১০ ন্যানোমিটার সুপারফিন ম্যানুফ্যাকচারি প্রসেসে তৈরি। এতে চারটি কোর এবং আটটি থ্রেড বর্তমান। সর্বোচ্চ কোর ফ্রিকোয়েন্সি ৪.২ গিগাহার্টজ, প্রসেসরে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স ইন্টিগ্রেট করা আছে।

Realme Book ল্যাপটপের স্পেসিফিকেশন

রিপোর্ট অনুসারে রিয়েলমি বুক ল্যাপটপে ১৪ ইঞ্চি স্ক্রিন থাকবে যা ৩.২ এসপেক্ট রেশিও অফার করবে। এটি ১৫০ ডিগ্রী টিল্ট করা যাবে। রিয়েলমি বুকে উইন্ডোজ ১০ প্রি-ইন্সটলড থাকলেও উইন্ডোজ ১১ আপডেট আসবে। চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ল্যাপটপে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme Book ল্যাপটপ লঞ্চ, দাম ও কালার অপশন

ভারতে ১৮ অগস্ট রিয়েলমি জিটি সিরিজের ফোন লঞ্চ হচ্ছে। অফিসিয়ালি ঘোষণা না হলেও, সে দিনই রিয়েলমি বুক আত্মপ্রকাশ করবে বলে জল্পনা চলছে। ভারতে রিয়েলমি বুক ল্যাপটপের দাম ৪০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। এটি রিয়েল এপ্রিকট, রিয়েল গ্রে, রিয়েলমি রেড, এবং রিয়েলমি ব্লু কালার ভ্যারিয়েন্টে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন