Realme Buds Q2s ব্লুটুথ ইয়ারফোন এবার ভারতে আসছে, ১০ মিনিটের চার্জে চলবে ৩ ঘন্টা
টেক জায়ান্ট Realme খুব শীঘ্রই ভারতে আনতে চলেছে নতুন একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Realme Buds Q2s। তবে...টেক জায়ান্ট Realme খুব শীঘ্রই ভারতে আনতে চলেছে নতুন একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Realme Buds Q2s। তবে এই মডেলটি আগেই দেশীয় বাজারে লঞ্চ করেছে সংস্থাটি। PriceBaba ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি আপকামিং লঞ্চ ইভেন্টে Realme GT Neo 3 স্মার্টফোনের সাথে নতুন এই ইয়ারফোনের ওপর থেকে পর্দা সরাতে পারে। এখানে জানিয়ে রাখি, টেক কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন এই স্মার্টফোনের লঞ্চের বিষয়ে জানিয়েছে। উল্লেখ্য, Realme Buds Q2s হল গতবছর লঞ্চ হওয়া Realme Buds Q2-এর উত্তরসূরী।
Realme Buds Q2s ইয়ারফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
অনুমান করা যায় যে, চীনা বাজারে লঞ্চ হওয়া রিয়েলমি বাডস কিউ ২এস মডেলটি একই ফিচার এবং স্পেসিফিকেশনের সহ ভারতে আসতে চলেছে। সেক্ষেত্রে এতে ১০ এমএম অডিও ড্রাইভার থাকবে। এছাড়া এতে পাওয়া যাবে এআই চালিত এনভারনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার।
দেশীয় বাজারে নতুন এই ইয়ারফোনটি পেপার হোয়াইট, পেপার গ্রীন এবং টাইটেনিয়াম ব্লু কালারের অপশনে এসেছে। আশা করা হচ্ছে ভারতীয় বাজারে এই একই কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে এই ইয়ারফোনটি। ইয়ারফোনটির সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্য হল এর চার্জিং কেসের ট্রানসলুসেন্ট টপ, যা বাজার চলতি অন্যান্য ইয়ারবাডের তুলনায় এটিকে এক অভিনব লুক দেবে।
এছাড়াও Realme Buds Q2s ইয়ারফোনে থাকছে ডলবি অ্যাটমস সাপোর্ট, একটি নির্দিষ্ট ৮৮ এমএস লো ল্যাটেন্সি মোড। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে টানা ৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এমনকি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে। কোম্পানির দাবি, মাত্র ১০ মিনিট চার্জে এটি ৩ ঘণ্টা পর্যন্ত মিউজিক শুনতে দেবে।