Realme C12, C15 ও X2 ফোনে এল Android 11 ভিত্তিক RealmeUI 2.0 আপডেট

Realme গত বছর সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) বেসড রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিন উন্মোচন...
SHUVRO 23 July 2021 10:11 PM IST

Realme গত বছর সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) বেসড রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিন উন্মোচন করেছিল। তারপর থেকেই কোম্পানিটি তাদের বিভিন্ন স্মার্টফোনের জন্য এর বিটা (beta) ও স্টেবেল (stable) আপডেট রোল আউট করার চেষ্টা করছে। এবার রিয়েলমি ইউআই ২.০ স্টেবেল আপডেটযুক্ত স্মার্টফোনের তালিকায় তিনটি নাম যুক্ত হল। Realme X2, Realme C12, এবং Realme C15-এর জন্য অ্যান্ড্রয়েড ১১-এর স্টেবেল আপডেট রোলআউট করা হয়েছে।

Realme X2, Realme C12, এবং Realme C15 ফোনের জন্য এল RealmeUI 2.0 আপডেট

প্রসঙ্গত, গত জানুয়ারির শেষে থেকে ফেব্রুয়ারির প্রথমে উল্লিখিত ফোনগুলি বিটা বিল্ড আপডেট পেয়েছিল। যার অর্থ রিয়েলমি এক্স২, রিয়েলমি সি১২, ও রিয়েলমি সি১৫-তে স্টেবেল আপডেট সরবরাহ করতে রিয়েলমি মাস ছয়েক সময় নিয়েছে।

অ্যান্ড্রয়েড ১১-এর স্টেবেল আপডেট নিম্নলিখিত বিল্ড নম্বরের সাথে এসেছে

Realme X2 – RMX1992EX_11.F.20/ RMX1992AEX_11.F.20

Realme C12 – RMX2189_11.C.05

Realme C15 – RMX2180_11.C.05

অন্য যেকোনও ওটিএ আপডেটের মতো এই লেটেস্ট সিস্টেম আপডেট ব্যাচ ধরে রোলআউট হচ্ছে। যার ফলে এটি প্রত্যেক ইউজারের কাছে পৌঁছতে কিছুটা সময় নেবে৷ আপডেট চলে এলে ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া ফোনের 'সেটিংস' থেকে 'সফটওয়্যার আপডেট' সেকশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it