ফের দাম বাড়লো সস্তা ফোন Realme C2, Realme 5s এবং Realme 6 এর

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি রিয়েলমি কয়েকদিন আগেই তাদের দুটি বাজেট ফোন Realme C3 এবং Narzo 10A এর দাম বাড়িয়েছিল। এবার...
techgup 29 Jun 2020 10:55 AM IST

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি রিয়েলমি কয়েকদিন আগেই তাদের দুটি বাজেট ফোন Realme C3 এবং Narzo 10A এর দাম বাড়িয়েছিল। এবার কোম্পানি আরও তিনটি ফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। এই তিনটি ফোন হল গতবছরে লঞ্চ করা Realme C2, Realme 5s এবং Realme 6। কোম্পানি অফলাইনে তিনটি ফোনের দাম ১,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও অনলাইনে এখনও আগের দামেই ফোনগুলি পাওয়া যাচ্ছে। এর আগে এপ্রিল মাসে মোবাইলের উপর জিএসটি বাড়ার কারণে কোম্পানি তাদের প্রায় সমস্ত ফোনের দাম বাড়িয়েছিল।

Realme C2, Realme 5s এবং Realme 6 নতুন দাম :

৯১মোবাইলস এর রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি সি২ ফোনটিকে এবার থেকে ৫০০ টাকা বেশি দিয়ে কিনতে হবে। এর ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ৭,৪৯৯ টাকা। যার আগে দাম ছিল ৬,৯৯৯ টাকা। আবার ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ৭,৪৯৯ টাকার বদলে ৭,৯৯৯ টাকায় কিনতে হবে।

এদিকে Realme 5s এর দাম ১,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ফোনের প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ছিল ১০,৯৯৯ টাকা। তবে এখন ফোনটি ১১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার Realme 6 ১৩,৯৯৯ টাকার বদলে ১৪,৯৯৯ টাকায় কিনতে হবে।

Realme Narzo 10A এবং Realme C3 নতুন দাম :

ভারতে রিয়েলমি নারজো ১০এ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৮,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, যা এখন ৮,৯৯৯ টাকায় কিনতে হবে। যদিও এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৯,৯৯৯ টাকাতেই কিনতে পারবেন।

আবার রিয়েলমি সি ৩ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ৭,৯৯৯ টাকার বদলে ৮,৯৯৯ টাকায় কিনতে হবে। আবার ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের নতুন দাম হয়েছে ৯,৯৯৯ টাকা। যা আগে ছিল ৮,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story
Share it