Realme C20 আজ ফের সেলে হাজির! ৬৭৯৯ টাকায় কিনে দুর্দান্ত এই স্মার্টফোন

Realme C20 আজ ভারতে‌ দ্বিতীয়বার ফ্ল্যাশ সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। যারা এন্ট্রি লেভেল স্মার্টফোন খোঁজ করছেন, তাদের...
PUJA 15 April 2021 10:01 AM IST

Realme C20 আজ ভারতে‌ দ্বিতীয়বার ফ্ল্যাশ সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। যারা এন্ট্রি লেভেল স্মার্টফোন খোঁজ করছেন, তাদের জন্য এই ফোনটি সেরা বিকল্প হতে পারে। এমনিতেই এই ফোনের দাম ৭,০০০ টাকা কম রাখা হয়েছে। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, ১ লক্ষ রিয়েলমি সি ২০ ক্রেতা ফোনটির ওপর ২০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। তাহলে আর দেরি কি! আসুন জেনে নিই কখন এবং কোথা থেকে Realme C20 আজ কেনা যাবে।

Realme C20 এর সেল ও অফার

প্রথমেই বলি রিয়েলমি সি ২০ ই-কমার্স সাইট Flipkart ছাড়াও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট realme.com থেকে পাওয়া যাবে। আজ রাত ১২ টায় ফোনটি সেল শুরু হবে।

ভারতে Realme C20 ফোনের মূল্য ৬,৯৯৯ টাকা। তবে প্রথম দশ লক্ষ ইউজার ফোনটি ৬,৭৯৯ টাকায় কিনতে পারবে। এই মূল্য ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের।

সেল উপলক্ষ্যে কোম্পানির ওয়েবসাইটে MobiKwik এর মাধ্যমে পেমেন্ট করলে ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার ৭৫ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে Freecharge ইউজারদের। এদিকে ফ্লিপকার্টেও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে।

Realme C20 এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি ২০ অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই-এ চলে। এই ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৩‌ সহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ( ১৬০০ x ৭২০ পিক্সেল) এলসিডি ইন সেল ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থিত। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার উপলব্ধ। ক্যামেরার কথা বললে Realme C20 ফোনের পিছনে ৮ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story