ট্রিপল ধামাকা! Realme C20, Realme C21 ও Realme C25 একই দিনে সস্তায় লঞ্চ হচ্ছে

জল্পনা সত্যি করে আগামী ৮ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে Realme C20, Realme C21, এবং Realme C25। গতকালই টিপস্টার, মুকুল শর্মা জানিয়েছিলেন যে, সি সিরিজের তিনটি ফোনকে শীঘ্রই…

জল্পনা সত্যি করে আগামী ৮ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে Realme C20, Realme C21, এবং Realme C25। গতকালই টিপস্টার, মুকুল শর্মা জানিয়েছিলেন যে, সি সিরিজের তিনটি ফোনকে শীঘ্রই ভারতের বাজারে আনছে রিয়েলমি। সেই মত আজ রিয়েলমি ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে রিয়েলমি সি ২০, রিয়েলমি সি ২১ ও রিয়েলমি সি ২৫ এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Realme C20। এরপর মার্চের শুরুতে Realme C21 মালয়েশিয়ায় পা রাখে এবং গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় Realme C25 এর ওপর থেকে পর্দা সরানো হয়। 

রিয়েলমি ইন্ডিয়া আজ দুটি টুইট করে জানায়, রিয়েলমি সি ২০, রিয়েলমি সি ২১ ও রিয়েলমি সি ২৫ আগামী ৮ এপ্রিল দুপুর ১২টা ৩০ মিনিটে লঞ্চ হবে। এই ফোনগুলির বিশেষত্ব হবে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, স্টাইলিশ ডিজাইন ও মিডিয়াটেক প্রসেসর।

Realme C20, Realme C21, এবং Realme C25 এর দাম

লঞ্চ ডেট জানালেও, রিয়েলমি আসন্ন ফোন তিনটির দামের বিষয়ে কিছু বলেনি। তবে আমাদের অনুমান এই ফোনগুলি ৮,০০০ – ১২,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে।

জানিয়ে রাখি ভিয়েতনামে রিয়েলমি সি২০ এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২,৬৯০,০০০ ভিয়েতনামিজ ডং, যা প্রায় ৮,৫৫০ টাকা। 

আবার মালয়েশিয়ায় রিয়েলমি সি২১ এর মূল্য ৪৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৮,৯২৪ টাকা)। ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের জন্য এই দাম ধার্য হয়েছে। 

অন্যদিকে রিয়েলমি সি২৫ ফোনের দাম শুরু হয়েছে ২,০৯৯,০০০ ইন্দোনেশিয়া রুপিয়া থেকে (প্রায় ১০,৫০০ টাকা)। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের

Realme C20, Realme C21, এবং Realme C25 এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি২০ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এদিকে রিয়েলমি সি২১ ফোনটি TUV Rheinland সার্টিফিকেশন প্রাপ্ত ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ নচ ডিসপ্লে, অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ এসেছে।

রিয়েলমি সি২৫ ফোনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ২.০ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স + ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স), ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন