কত দাম হবে Realme C21 এর, লঞ্চের আগে জেনে নিন সমস্ত ফিচারও

চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি আগামী ৫ মার্চ মালয়েশিয়ায় Realme C21 লঞ্চ করবে। এই ফোনটি চলতি বছরের জানুয়ারি তে বাজারে...
ANKITA 3 March 2021 9:44 AM IST

চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি আগামী ৫ মার্চ মালয়েশিয়ায় Realme C21 লঞ্চ করবে। এই ফোনটি চলতি বছরের জানুয়ারি তে বাজারে আসা রিয়েলমি সি২০ এর আপগ্রেড ভার্সন হবে। টিজার পোস্ট থেকে জানা গেছে এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যদিও ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন বা দাম কোম্পানির তরফে জানানো হয়নি। তবে চীনের ই-কমার্স সাইট AliExpress থেকে Realme C21 এর সম্পূর্ণ ফিচার ও দাম সামনে আনা হল।

Realme C21 এর দাম (সম্ভাব্য)

আলিএক্সপ্রেসের লিস্টিং অনুযায়ী, রিয়েলমি সি২১ ফোনের দাম রাখা হবে ১১,৪৪৫ থেকে ১৪,৯৯৩ রাশিয়ান রুবেলের মধ্যে, যা প্রায় ১১,২০০ টাকা থেকে ১১,৮০০ টাকার সমান। এই মূল্য হবে ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। ফোনটি ব্লু ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Realme C21 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আলিএক্সপ্রেসের দৌলতে আমরা জানতে পেরেছি, রিয়েলমি সি২১ ফোনে থাকবে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন হবে ৭২০ X ১৬০০ এবং ডিজাইন হবে ওয়াটারড্রপ নচ। এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Realme C21 ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। পাওয়ারের জন্য এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে পাওয়া যাবে মাইক্রো ইউএসবি পোর্ট। ডুয়েল সিমের এই ফোনটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it