Realme C21Y এর আজ প্রথম সেল, পাবেন ৫০০ টাকা ছাড়

Realme C21Y গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ এই ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টা থেকে Realme C21Y ফোনটি Flipkart ও realme.com…

Realme C21Y গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ এই ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টা থেকে Realme C21Y ফোনটি Flipkart ও realme.com থেকে কেনা যাবে। সেল উপলক্ষ্যে এই বাজেট ফোনটির ওপর ৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ভারতে এই ফোনটি ১০ হাজার টাকার কমে এসেছে। ফিচারের কথা বললে Realme C21Y ফোনে রয়েছে, ট্রিপল রিয়ার ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি রয়েছে।

Realme C21Y এর দাম ও সেল অফার

ভারতে রিয়েলমি সি২১ ওয়াই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেগুলি হল ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৮,৯৯৯ টাকা ও ৯,৯৯৯ টাকা। ক্রস ব্ল্যাক ও ক্রস ব্লু কালার ভ্যারিয়েন্টে ফোনটি উপস্থিত।

লঞ্চ অফারের কথা বললে, রিয়েলমি সি২১ ওয়াই অর্ডার করার সময় যদি পেমেন্ট (প্রিপেড) করে দেওয়া হয়, তাহলে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া ফোনটি ইএমআই-এ কেনা যাবে।

Realme C21Y এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি২১ ওয়াই ফোনে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ জিপিইউ সহ অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর। সিকিউরিটির জন্য ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, এর সাথে রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

Realme C21Y ফোনের সামনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০) ডিসপ্লে। ওয়াটার ড্রপ নচের মধ্যে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন