Realme C21Y (RMX3261) ট্রিপল ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি সহ শীঘ্রই লঞ্চ হতে চলেছে

গত মার্চে Realme ভারতে তাদের C সিরিজের ফোন Realme C21 লঞ্চ করেছিল। এবার চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি এই ফোনের আপগ্রেড ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। আসলে RMX3261 মডেল…

গত মার্চে Realme ভারতে তাদের C সিরিজের ফোন Realme C21 লঞ্চ করেছিল। এবার চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি এই ফোনের আপগ্রেড ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। আসলে RMX3261 মডেল নম্বর সহ Realme-র একটি ফোনকে সম্প্রতি ইন্দোনেশিয়ার TKDN, ইন্দোনেশিয়া টেলিকম, ভারতের BIS এবং আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা যায়। যদিও এই সাইটগুলো থেকে ফোনটির নাম জানা যায়নি। তবে আজ থাইল্যান্ডের NBTC ও জাপানের TUV সার্টিফিকেশন সাইট নিশ্চিত করেছে, এই ফোনটি Realme C21Y নামে বাজারে আসছে।

প্রথমেই বলি NBTC সার্টিফিকেশন সাইটের কথা, এখানে ফোনটি RMX3261 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয় এবং ফোনটির নাম Realme C21Y হবে জানানো হয়। পাশাপাশি ফোনটি GSM/WCDMA/LTE সাপোর্ট সহ আসবে বলে সার্টিফিকেশন সাইটে উল্লেখ আছে। যদিও এছাড়া এখান থেকে আর কিছু জানা যায়নি।

অন্যদিকে TUV সার্টিফিকেশন সাইটেও ফোনটি Realme C21Y নামে অন্তর্ভুক্ত হয়। তবে এখানে ফোনের মডেল নম্বর ভিন্ন দেখা যায়- RMX3201, RMX3202, RMX3203, RMX3204, RMX3205, RMX3206। আমাদের অনুমান, বিভিন্ন দেশে ফোনটি বিভিন্ন মডেল নম্বর সহ লঞ্চ হবে।

Realme C21y rmx3261 spotted on NBTC

এর আগে FCC সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, Realme C21Y (RMX3261) ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। আবার এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ এবং ফোনের ডানদিকে ভলিউম আপ-ডাউন বাটন এবং পাওয়ার কী বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে 5,000mAh ব্যাটারি। ফোনটি লম্বায় 173.9mm ও চওড়ায় 75.96mm হবে। আবার অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসে থাকবে Android 11 ভিত্তিক realmeUI 2.0।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন