সস্তায় একসাথে ভারতে আসছে Realme C25, Realme C21 ও Realme C20

চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি চলতি বছরের শুরুতে ভিয়েতনামে Realme C20 লঞ্চ করেছিল। এরপর মার্চের শুরুতে মালয়েশিয়ায় পা রাখে Realme C21 এবং গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় Realme…

চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি চলতি বছরের শুরুতে ভিয়েতনামে Realme C20 লঞ্চ করেছিল। এরপর মার্চের শুরুতে মালয়েশিয়ায় পা রাখে Realme C21 এবং গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় Realme C25 এর ওপর থেকে পর্দা সরানো হয়েছে। এই তিনটি ফোন এবার ভারতে আসতে চলেছে। আসলে কয়েকদিন আগে রিয়েলমি ইন্ডিয়ার সিইও, মাধব শেঠ ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতে রিয়েলমি সি২৫ ফোনটির লঞ্চ আসন্ন। তবে একজন টিপস্টার দাবি করেছেন, একটি নয়, বরং রিয়েলমি তিনটি সি সিরিজর ফোন ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

জনপ্রিয় টিপস্টার, মুকুল শর্মা টুইটের মাধ্যমে একটি এক্সক্লুসিভ রিপোর্ট শেয়ার করেছেন। তিনি বলেছেন রিয়েলমি একটি নয়, একসাথে তিনটি সি সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। যদিও তিনি ফোনগুলির নাম জানাননি। তবে যেহেতু Realme C25, Realme C21 এবং Realme C20 অন্যান্য মার্কেটে লঞ্চ হয়েছে, তাই আমাদের অনুমান এই ফোনগুলি একসাথে ভারতে আসবে। আসুন এই তিনটি ফোনের স্পেসিফিকেশন জেনে নিই।

Realme C20 এর স্পেসিফিকেশন ও দাম

রিয়েলমি সি২০ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দাম রাখা হয়েছে ২,৬৯০,০০০ ভিয়েতনামিজ ডং, যা প্রায় ৮,৫৫০ টাকা। 

Realme C21 এর দাম ও স্পেসিফিকেশন

রিয়েলমি সি২১ এর দাম রাখা হয়েছে ৪৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৮,৯২৪ টাকা)। এই মূল্য ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। এই ফোনটি TUV Rheinland সার্টিফিকেশন প্রাপ্ত ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ নচ ডিসপ্লে, অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ এসেছে।

Realme C25 এর স্পেসিফিকেশন ও দাম

রিয়েলমি সি২৫ ফোনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আবার এতে ২.০ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স + ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি সি২৫ ফোনের দাম শুরু হয়েছে ২,০৯৯,০০০ ইন্দোনেশিয়া রুপিয়া থেকে (প্রায় ১০,৫০০ টাকা)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন