Realme C30 খুব সস্তায় শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে, ফাঁস হল স্টোরেজ ও কালার অপশন
চলতি বছরের শুরুতে প্রখ্যাত টেক ব্র্যান্ড রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করে তাদের সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট Realme C31।...চলতি বছরের শুরুতে প্রখ্যাত টেক ব্র্যান্ড রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করে তাদের সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট Realme C31। এই ডিভাইসে রয়েছে বড় ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এখন আবার এক নতুন রিপোর্টে জানা গেছে যে, ব্র্যান্ডটি আরেকটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এদেশের বাজারে উন্মোচন করার পরিকল্পনা করছে, যা বাজারে বিদ্যমান Realme C31-এর চেয়েও সস্তা হতে পারে। চলুন এই আসন্ন রিয়েলমি ফোনটির সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Realme C30 শীঘ্রই আসছে ভারতের বাজারে
মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর নতুন রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ভারতীয় বাজারে একটি নতুন সাশ্রয়ী মূল্যের ডিভাইস লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে এবং আসন্ন ডিভাইসটি রিয়েলমি সি৩০ নামের সাথে আগামী মাসে অর্থাৎ জুনে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। এছাড়াও সূত্র মারফৎ জানা গিয়েছে যে, স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে আসবে। যারমধ্যে প্রথমটি ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। যেখানে টপ-এন্ড মডেলে ৩ জিবি র্যামের সাথে ৩২ জিবি স্টোরেজ থাকবে। যেহেতু রিয়েলমি সি৩০-তে ২ জিবি র্যাম বিকল্প থাকবে, তাই এটি সম্ভবত অ্যান্ড্রয়েড গো এডিশন-ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) ইউজার ইন্টারফেসে চলবে।
এছাড়া, Realme C30 ফোনটি ডেনিম ব্ল্যাক, লেক ব্লু এবং ব্যাম্বু গ্রিন নামে তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে বলে জানা গেছে। ডিভাইসটির অন্যান্য বিবরণগুলি এখনও অজানাই রয়েছে। তবে C31 মডেলটিকে দেখে আশা করা যায়, Realme C30 এইচডি+ এলসিডি ডিসপ্লে প্যানেল, বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং একটি ইউনিসক (UNISOC) চিপসেটের সাথে আসবে।
উল্লেখ্য,যেহেতু বলা হচ্ছে আপকামিং রিয়েলমি ফোনটি আগামী জুনেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে, তাই শীঘ্রই Realme C30-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।