Realme Global Photography Contest 2022: জিতে নিন প্রায় ৭ লক্ষ ৫৮ হাজার টাকা, রিয়েলমি দিচ্ছে সুযোগ

বাজারে নিত্যনতুন স্মার্টফোন লঞ্চ করা বর্তমানে Realme (রিয়েলমি)-র অভ্যাসে পরিণত হয়েছে। তবে এই অভ্যাস থেকে কিছুটা সরে...
Anwesha Nandi 11 April 2022 10:18 PM IST

বাজারে নিত্যনতুন স্মার্টফোন লঞ্চ করা বর্তমানে Realme (রিয়েলমি)-র অভ্যাসে পরিণত হয়েছে। তবে এই অভ্যাস থেকে কিছুটা সরে এসে এবার সংস্থাটি 'Realme Global Photography Contest 2022' (রিয়েলমি গ্লোবাল ফটোগ্রাফি কনটেস্ট ২০২২) নামে একটি প্রতিযোগিতা শুরু করেছে। গত ৩১শে মার্চ থেকে এই ফটোগ্রাফি কনটেস্টটি লাইভ হয়েছে যা চলবে ১৮ই জুন পর্যন্ত। সেক্ষেত্রে এই প্রতিযোগিতার দরুন বিজয়ীরা Realme GT 2 Pro ফোন, Realme Buds Air 3 ইয়ারবাড এবং নগদ ১০,০০০ ডলার (প্রায় ৭,৫৮,৮৪০ টাকা) পর্যন্ত পুরস্কার হিসেবে পাবেন বলে জানা গিয়েছে। আসুন এখন এই Realme Global Photography Contest-এর বিষয়ে বিস্তারিত জেনে নিই…

Realme Global Photography Contest 2022-এর খুঁটিনাটি

real-global-photograhpy-contest-2022

স্মার্টফোন কোম্পানির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আপনাদের কাছে অবশ্যই একটি রিয়েলমি স্মার্টফোন থাকতে হবে। মনে রাখবেন, এই প্রতিযোগিতার থিম হল রাস্তা, পোট্রেট, ল্যান্ডস্কেপ এবং ক্রিয়েটিভ। সেক্ষেত্রে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী একটি ই-সার্টিফিকেট পাবে এবং তাদের দ্বারা ক্লিক করা ছবিগুলি রিয়েলমি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে শেয়ার করবে। আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন ।

Realme Global Photography Contest 2022-এর পুরস্কার

সংস্থার মতে, এই প্রতিযোগিতার অধীনে মোট ১৫ জন বিজয়ীকে বেছে নেওয়া হবে যার মধ্যে তিনজন গ্র্যান্ড প্রাইজ, চারজন থিম অ্যাওয়ার্ড এবং আটজন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাবেন। এছাড়া বিজয়ীকে কোম্পানির সহযোগী ফটোগ্রাফার হিসেবে নিযুক্ত করা হবে এবং এক বছরের জন্য ফটোগ্রাফি ওয়ার্কশপ করার সুযোগ দেওয়া হবে।

এদিকে গ্র্যান্ড প্রাইজ বিভাগের বিজয়ীরা ৫,০০০ ডলার (প্রায় ৩,৭৯,৪২০ টাকা) নগদের সাথে Realme GT 2 Pro পাবেন। আবার দ্বিতীয় স্থানাধিকারীরা থিম অ্যাওয়ার্ড হিসেবে ৩,০০০ ডলার অর্থাৎ প্রায় ২,২৭,৬৫২ টাকাসহ Realme GT 2 Pro পাবেন। যেখানে তৃতীয় স্থানে অংশগ্রহণকারী বিজয়ীরা পাবেন ১,৫১,৭৬৮ টাকা এবং Realme GT 2 Pro ফোন। উল্লেখ্য, বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৫ই জুন।

Show Full Article
Next Story