Realme GT 2 Master Explorer হবে বিশ্বের প্রথম LPDDR5X র্যামের প্রথম স্মার্টফোন, কি সুবিধা পাবেন
আগামী ১২ই জুলাই হোম মার্কেটে Realme GT 2 Master Explorer নামের একটি 'নেক্সট জেনারেশন' ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার...আগামী ১২ই জুলাই হোম মার্কেটে Realme GT 2 Master Explorer নামের একটি 'নেক্সট জেনারেশন' ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Realme। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই, সংস্থাটি তাদের এই নতুন হ্যান্ডসেটের কী-ফিচার টিজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। যেমন আজ, শেনঝেন ভিত্তিক টেক ব্র্যান্ডটি আসন্ন মডেল সম্পর্কিত আরেকটি নয়া তথ্য সামনে নিয়ে এল। জানা গেছে, Realme GT 2 Master Explorer বিশ্বের প্রথম স্মার্টফোন হবে, যা লেটেস্ট LPDDR5x র্যাম টেকনোলজির সাথে আত্মপ্রকাশ করতে চলেছে।
আপনাদের অবগতের জন্য জানিয়ে দিই, LPDDR5x হল LPDDR5 র্যামের একটি উন্নত সংস্করণ। ২০২১ সালের নভেম্বরে স্যামসাং (Samsung) প্রথম LPDDR5x র্যামের ঘোষণা করেছিল, যা LPDDR5 -এর তুলনায় ২০% কম শক্তি অপচয় করে। এছাড়া, ১৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক LPDDR5x র্যাম ৮.৫Gbps পর্যন্ত স্পিডও অফার করে। যেখানে কিনা, LPDDR5 র্যাম মাত্র ৬.৪ গিগাহার্টজ ক্লক রেটে কাজ করে। প্রসঙ্গত মাইক্রোন (Micron) হল অপর একটি সংস্থা, যা LPDDR5x র্যাম ডেভলপ করে।
একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রিয়েলমির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর সহ আসতে পারে। কোয়ালকমের দাবি, তাদের এই চিপসেট তুলনায় অনেক কম পাওয়ার খরচ করে। এছাড়াও, তাপ অপচয়ের জন্য আসন্ন হ্যান্ডসেটে ডুয়াল ভ্যাপার চেম্বার আইস-কোর কুলিং টেকনোলজি ব্যবহার করা হবে বলেও জানা গেছে।
Realme GT 2 Master Explorer স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিয়েলমি জিটি ২ মাস্টার এক্সপ্লোরার স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, উক্ত মডেলে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং দুটি ৫০ মেগাপিক্সেল সেন্সর ও একটি ২ মেগাপিক্সেল স্ন্যাপার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
রিয়েলমির এই আপকামিং স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ১০০ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম ইউজার ইন্টারফেসে চলবে। আর সম্প্রতি প্রকাশিত একটি রিটেলার লিস্টিং অনুযায়ী, ডিভাইসটি তিনটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে সাথে আসবে, যথা - ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ।
প্রসঙ্গত, আগামী ১২ই জুলাই অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে Realme GT 2 Master Explorer স্মার্টফোনের পাশাপাশি Realme Bud Air 3 Neo TWS ইয়ারবাডস এবং Realme Book Air নোটবুক ঘোষণা করা হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে রিয়েলমি।