Realme GT 2 Pro, Realme 9 4G, Buds Air 3, TV Stick, Book Prime সহ একঝাঁক রিয়েলমি ডিভাইস আজ ভারতে আসছে
Realme GT 2 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হতে চলেছে। এর সাথে, Realme 9 4G ফোন, Realme Book Prime ল্যাপটপ,...Realme GT 2 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হতে চলেছে। এর সাথে, Realme 9 4G ফোন, Realme Book Prime ল্যাপটপ, Realme Buds Air 3 ইয়ারফোন ও Realme Smart TV Stick ভারতে আত্মপ্রকাশ করবে। উল্লেখ্য, Realme GT 2 Pro গত জানুয়ারিতে চীনে এবং পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটে পা রাখে। আসুন প্রোডাক্টগুলি কখন ও কত দামে ভারতে লঞ্চ হতে পারে জেনে নেওয়া যাক।
Realme GT 2 Pro, Realme 9 4G, Realme Book Prime, Realme Buds Air 3, Realme Smart TV Stick ভারতে কখন লঞ্চ হবে
রিয়েলমির তরফে আজ দুপুর ১২.৩০ মিনিট থেকে একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টেই লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ প্রো, রিয়েলমি ৯ ৪জি, রিয়েলমি বুক প্রাইম, রিয়েলমি বাডস এয়ার ৩, রিয়েলমি স্মার্ট টিভি স্টিক। এই ইভেন্ট আপনারা কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এছাড়া নীচে এম্বেড করা লিঙ্ক থেকেও ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
Realme GT 2 Pro, Realme 9 4G, Realme Book Prime, Realme Buds Air 3, Realme Smart TV Stick ভারতে সম্ভাব্য দাম
চীনে রিয়েলমি জিটি ২ প্রো ফোনের বেস মডেলের (৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ) দাম ৩৮৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৪০০ টাকা) এবং হাই এন্ড ভ্যারিয়েন্টের (১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ) দাম ৪৭৯৯ ইউয়ান (প্রায় ৫৭,১০০ টাকা)।
অন্যদিকে রিয়েলমি ৯ ৪জি ভারতে ১৫,০০০ হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়া রিয়েলমি স্মার্ট টিভি স্টিক এর দাম ৩,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।
আবার ইউরোপে রিয়েলমি বুক প্রাইম এর দাম শুরু হয়েছে যথাক্রমে ৯৯৯ ইউরো (প্রায় ৮৬,২০০ টাকা) থেকে। আর রিয়েলমি বাডস এয়ার ৩ এর মূল্য রাখা হয়েছে ৫৯.৯৯ ইউরো (প্রায় ৫,০০০ টাকা)।