Realme GT 2, Realme GT 2 Pro এবার ভারতে আসছে, পাবেন Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ দুর্ধর্ষ ফিচার
স্মার্টফোন নির্মাতা রিয়েলমি গত জানুয়ারি মাসের শুরুতেই চীনে লঞ্চ করে তাদের লেটেস্ট Realme GT 2 ফ্ল্যাগশিপ সিরিজের...স্মার্টফোন নির্মাতা রিয়েলমি গত জানুয়ারি মাসের শুরুতেই চীনে লঞ্চ করে তাদের লেটেস্ট Realme GT 2 ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনগুলি। এই সিরিজের অধীনে Realme GT 2, GT 2 Pro মডেল দুটি চীনের বাজারে আত্মপ্রকাশ করে। চীনে লঞ্চ হওয়ার পরই রিয়েলমি তাদের এই লাইনআপটিকে ভারত ও ইউরোপীয় মার্কেটে উন্মোচন করার তোড়জোড় শুরু করে দেয়। শোনা যাচ্ছে চলতি মাসেই সংস্থাটি Realme GT 2 লাইনআপের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরাবে। সম্প্রতি রিয়েলমির ভারতীয় শাখার তরফে এই সিরিজের লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করা হয়েছে, যা ইঙ্গিত করছে যে, খুব শীঘ্রই Realme GT 2 ও GT 2 Pro মডেল দুটি ভারতীয় ক্রেতাদের জন্য উপলব্ধ হবে।
Realme GT 2 শীঘ্রই আসছে ভারতের বাজারে
রিয়েলমি ইন্ডিয়ার তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে রিয়েলমি জিটি ২ সিরিজের লঞ্চের জন্য একটি টিজার শেয়ার করেছে। যদিও টিজারে নির্দিষ্ট লঞ্চের তারিখটি উল্লেখ করা হয়নি, তবে একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, রিয়েলমি জিটি ২ ইন্দোনেশিয়ায় আগামী ২২ মার্চ আত্মপ্রকাশ করবে, তাই আশা করা যায় ওই একই তারিখে ভারতীয় মার্কেটেও সিরিজটি লঞ্চ হবে।
রিয়েলমি জিটি ২, জিটি ২ প্রো-এর স্পেসিফিকেশন (Realme GT2, GT2 Pro Specifications)
রিয়েলমি জিটি ২ এবং জিটি ২ প্রো দুটি মডেলই চীনের বাজারে লঞ্চ হয়েছে তাই এই ফোনগুলির সকল স্পেসিফিকেশনই প্রকাশ্যে এসেছে। রিয়েলমি জিটি ২ মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৩ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যেখানে আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর এবং সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। রিয়েলমির এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
আবার, রিয়েলমি জিটি ২ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ এলটিপিও (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ফোনের রিয়ার প্যানেলে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ৩ মেগাপিক্সেল (মাইক্রোস্কোপ) সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান এবং ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসে পারফরম্যান্সের জন্য লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
এছাড়া, Realme GT 2 সিরিজের দুটি ডিভাইসই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে চলে। Realme GT 2 এবং Realme GT 2 Pro উভয় মডেলের অন্যান্য প্রধান ফিচারগুলির মধ্যে রয়েছে এলপিডিডিআর৫ র্যাম, ইউএফএস ৩.১ স্টোরেজ এবং নিরাপত্তার জন্য একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।