Realme GT 2 Pro এর দাম প্রায় 6000 টাকা কমল, এই প্রথম Snapdragon 8 Gen 1 চিপযুক্ত ফোনের মূল্য হ্রাস
Realme GT 2 Pro এ বছর রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন। এতে Moto Edge X30, Xiaomi 12, OnePlus 10 Pro-এর মতো হাই-এন্ড...Realme GT 2 Pro এ বছর রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন। এতে Moto Edge X30, Xiaomi 12, OnePlus 10 Pro-এর মতো হাই-এন্ড ডিভাইসগুলির মতো Snapdragon 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমি এখন তাদের হোম মার্কেট অর্থাৎ চীনের বাজারে GT 2 Pro-এর দাম ৫০০ ইউয়ান কমিয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৯০০ টাকার সমান৷ নতুন দামের সাথে চীনে রিয়েলমির ওয়েবসাইটে আপডেট করা হয়েছে।
Realme GT 2 Pro চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করেছিল। প্রতিবেদন লেখার সময় চীনে রিয়েলমির ওয়েবসাইটে ঢুঁ মেরে আমরা দেখেছি সেগুলির মধ্যে ডিভাইসটির ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান মূল্য ৩৬৯৯ ইউয়ান (আনুমানিক ৪৩,৬২২ টাকা)। গত ৪ জানুয়ারি অফিসিয়াল লঞ্চের সময় এই মেমরি ভার্সনের মূল্য ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৫১৮ টাকা) ধার্য করা হয়েছিল। অর্থাৎ এখন দাম ৫০০ ইউয়ান (আনুমানিক ৫,৮৯৭ টাকা) কমানো হয়েছে।
উল্লেখ্য, Realme GT 2 Pro বর্তমানে Snapdragon 8 Gen 1 প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন (বেস মডেলের দাম ধরলে)। আর এই প্রথম ওই চিপসেটযুক্ত হ্যান্ডসেটের দাম কমল। ডিভাইসটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (বিআইএস)-এর শংসাপত্র লাভ করেছে। Realme GT 2 Pro ভারতের বাজারে কবে লঞ্চ হবে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো বাকি। তবে সেটি হাতে পেতে আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই আশা করা যায়।
রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশনস (Realme GT 2 Pro Specifications)
রিয়েলমি জিটি ২ প্রো-এ ৬.৭ ইঞ্চি অ্যামোলেড এলটিপিও কোয়াড এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের কাট আউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। রিয়েলমি জিটি ২ প্রো অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম ইন্টারফেসের সঙ্গে এসেছে।
রিয়েলমি জিটি ২ প্রো-র ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর। সেল্ফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।