Realme GT 2 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাথে থাকতে পারে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা

Realme GT 2 সিরিজ আজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি ফোন আসবে বলে অনুমান করা হচ্ছে – Realme GT 2 ও Realme GT…

Realme GT 2 সিরিজ আজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি ফোন আসবে বলে অনুমান করা হচ্ছে – Realme GT 2 ও Realme GT 2 Pro। এর মধ্যে প্রথম ফোনটিকে কয়েকদিন আগেই রিয়েলমির ভারতীয় সাইটে দেখা গিয়েছিল। এছাড়া কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, Realme GT 2 Pro হবে ব্র্যান্ডের প্রথম ফোন, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। আবার জল্পনা রয়েছে, এই ফোনে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকতে পারে।

রিয়েলমি জিটি ২ সিরিজ আজ কখন লঞ্চ হবে (Realme GT 2 series launch livestream details)

জিটি ২ সিরিজ লঞ্চ করার জন্য রিয়েলমি একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট বিকাল ২:৩০ থেকে শুরু হবে। এই ইভেন্ট আপনি কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এর পাশাপাশি নীচে দেওয়া লিংক থেকেও ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

রিয়েলমি জিটি ২ প্রো সম্ভাব্য দাম (Realme GT 2 Pro price) (Expected)

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, রিয়েলমি জিটি ২ প্রো ফোনের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৪,০০০ ইউয়ান (প্রায় ৪৭,৭০০ টাকা)। আবার এর স্পেশাল এডিশনের মূল্য রাখা হতে পারে ৫,০০০ টাকা (প্রায় ৫৯,৯০০ টাকা)।

রিয়েলমি জিটি ২ প্রো সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme GT 2 Pro specifications) (Expected)

রিপোর্ট অনুযায়ী, Realme GT 2 Pro ফোনে কোয়াড এইচডি রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) কনফিগারেশন সহ আসতে পারে। এছাড়া এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট।

ফোনটির পিছনে দেওয়া হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (Sony IMX766) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি টেলিফটো ক্যামেরা। এই ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন