Realme-এর প্রথম AI স্মার্টফোনের আজ বিক্রি শুরু হল, এখন কিনলে পাবেন 5,000 টাকা ছাড়

Realme GT 6T নামক হাই-পারফরম্যান্স স্মার্টফোন লঞ্চ করে নতুন রেকর্ড সেট করার পর, গত সপ্তাহে ব্র্যান্ডের প্রথম AI ফোন...
Anwesha Nandi 25 Jun 2024 2:52 PM IST

Realme GT 6T নামক হাই-পারফরম্যান্স স্মার্টফোন লঞ্চ করে নতুন রেকর্ড সেট করার পর, গত সপ্তাহে ব্র্যান্ডের প্রথম AI ফোন Realme GT 6 বাজারে এনেছিল Realme। আজ মঙ্গলবার, কয়েক ঘণ্টা আগে থেকে এই লেটেস্ট হ্যান্ডসেটটি ভারতে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হল। ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে এসেছে এবং এতে শক্তিশালী Qualcomm Snapdragon প্রসেসর, ফাস্ট চার্জিং সাপোর্ট, 50MP সনি ক্যামেরা, উন্নত মানের ডিসপ্লে ইত্যাদি ফিচার আছে। সেক্ষেত্রে আপনার যদি এই মুহূর্তে একটি নতুন-ভালো ফোন কেনার থাকে, তাহলে আসুন Realme GT 6-র মূল্য, প্রাপ্যতা ও মূল ফিচার সম্পর্কিত তথ্য দেখে নিই।

আজ থেকে শুরু Realme GT 6-এর সেল, দেখে নিন দাম

কোম্পানির ঘোষণার মতোই, আজ ২৫শে জুন দুপুর ১২টায় রিয়েলমি জিটি ৬ ফোনটির প্রথম সেল শুরু হয়েছে। আগ্রহীরা ফ্লিপকার্ট (Flipkart), রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিয়েলমি স্টোর থেকে এটি কিনতে পারবেন। প্রসঙ্গত, এই লেটেস্ট রিয়েলমি ফোনটি সর্বনিম্ন ৪০,৯৯৯ টাকায় (MRP ৪৩,৯৯৯ টাকা) কেনা যাবে, এটি ৮ জিবি ও ২৫৬ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। অন্যদিকে এর ১২ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪২,৯৯৯ টাকা (MRP ৪৬,৯৯৯ টাকা), যেখানে ১৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ ৪৪,৯৯৯ টাকায় (MRP ৫১,৯৯৯ টাকা) কেনা যাবে।

সুবিধার বিষয় হল যে, এই সময় ফোনটি কেনার ক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ৪,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে হাজার টাকার বোনাস মিলবে।

Realme GT 6 স্মার্টফোনের স্পেসিফিকেশন

নতুন রিয়েলমি জিটি ৬ স্মার্টফোনে গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশনের সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮-ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৭৮০×১২৬৪ পিক্সেল) 8T LTPO ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য মোবাইল ফোনটিতে বর্তমান ১২০ ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি – কোম্পানির মতে এটি মাত্র দশ মিনিটে ০ থেকে ৫০% চার্জ হয়ে যাবে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই রিয়েলমি হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (Sony LYT-808 সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে। এটিতে 'নেক্সট এআই' (Next AI) নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টও দেওয়া হয়েছে। এছাড়া থাকছে আইসবার্গ ভেপর কুলিং চেম্বারও।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms