Realme GT 6: ভাবা যায়! BOE S1+ ডিসপ্লে যুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন আনছে রিয়েলমি
রিয়েলমি ইতিমধ্যেই ঘোষনা করেছে যে তারা আগামী ৯ জুলাই চীনে রিয়েলমি জিটি ৬ স্মার্টফোনটি উন্মোচন করবে। লঞ্চের আগে...রিয়েলমি ইতিমধ্যেই ঘোষনা করেছে যে তারা আগামী ৯ জুলাই চীনে রিয়েলমি জিটি ৬ স্মার্টফোনটি উন্মোচন করবে। লঞ্চের আগে ব্র্যান্ডটি সক্রিয়ভাবে ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলি একে একে সামনে আনতে শুরু করেছে। আর এখন, রিয়েলমি এই ফোনেটির স্ক্রিন এবং ডিসপ্লে সুরক্ষা হাইলাইট করে দুটি পোস্টার প্রকাশ করেছে। চলুন রিয়েলমি জিটি ৬ সম্পর্কে কি কি নতুন তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
রিয়েলমি জিটি ৬ হতে চলেছে বিওই এস১প্লাস স্ক্রিন সহ বিশ্বের প্রথম ফোন
রিয়েলমি জানিয়েছে যে, আসন্ন রিয়েলমি জিটি ৬ ফোনটি হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যা চীনের সুপরিচিত ডিসপ্লে প্রস্তুতকারী ব্র্যান্ড, বিওই- এর লেটেস্ট এস১ প্লাস ডিসপ্লের সাথে আসবে। এটি ফ্ল্যাট ডিজাইন অফার করে। স্ক্রিনটি ন্যাচারাল লাইট ক্যালিব্রেশন, ডার্ক লাইট অপ্টিমাইজেশান, ন্যাচারাল গ্রেস্কেল এবং টাচ অপ্টিমাইজেশনের মতো বিভাগগুলিতে উন্নতিও প্রদান করবে৷
ব্র্যান্ডটি এখনও ডিভাইসটির ডিসপ্লের আকার নিশ্চিত করেনি। তবে স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও রিয়েলমি ঘোষনা করেছে যে, রিয়েলমি জিটি ৬ ফোনটির স্ক্রিন "ক্রিস্টাল আর্মার গ্লাস" দ্বারা সুরক্ষিত হবে। ফোনটির ড্রপ রেজিস্টেন্স ১৬০ শতাংশ এবং স্ক্র্যাচ ৩০০ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানা গেছে। এই গ্লাসটি ৫,০০০ ইস্পাতের উল দিয়ে স্ক্র্যাচ রেজিস্টেন্স টেস্ট সহ বিভিন্ন কঠোর পরীক্ষার মধ্য দিয়ে গেছে, যা প্রতিদিনের ব্যবহারের ক্ষেত্রে এর স্থায়িত্ব এবং দৃঢ়তা প্রমাণ করে।
উন্নত স্থায়িত্বের জন্য, রিয়েলমি জিটি ৬ ফোনে একটি ধাতু নির্মিত মিড ফ্রেম থাকবে বলেও ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে৷ রিয়েলমি জিটি ৬ হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি ব্যবহৃত হবে। তবে এগুলি ছাড়া ফোনটির আর কোনও স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রিয়েলমি জিটি ৬ ফোনে সর্বাধিক ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম, ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট অন্তর্ভুক্ত থাকবে।