দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন আনছে Realme, লঞ্চ হবে 9 জুলাই, মিলবে 1000 জিবি স্টোরেজ!

দীর্ঘ প্রতীক্ষার পর রিয়েলমি অবশেষে চীনের বাজারে ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ৬ ফোনের লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে।...
Ananya Sarkar 2 July 2024 6:54 PM IST

দীর্ঘ প্রতীক্ষার পর রিয়েলমি অবশেষে চীনের বাজারে ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ৬ ফোনের লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট যুক্ত এই পারফরম্যান্স কেন্দ্রিক ডিভাইসটি আগামী ৯ জুলাই আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। লঞ্চের পর স্মার্টফোনটি চীনা মার্কেটে বিদ্যমান ওয়ানপ্লাস এস ৩ প্রো এবং আসন্ন আইকো নিও ৯এস প্রো প্লাস এবং রেডমি কে৭০ আল্ট্রা হ্যান্ডসেটের সাথে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমি জিটি ৬ কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।

রিয়েলমি জিটি ৬ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি জিটি ৬ ফোনে একটি বিওই এস১ ওলেড প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। এর ফ্ল্যাট স্ক্রিনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলবে।

ব্র্যান্ড দ্বারা প্রকাশিত একটি টিজার ইমেজে রিয়েলমি জিটি ৬ ফোনের ক্যামেরা মডিউলকে দেখানো হয়েছে। ফোনটির পিছনের ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি রিং এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।

পারফরম্যান্সের জন্য, রিয়েলমি জিটি ৬ হ্যান্ডসেটে ব্যবহৃত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৫,৮০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। ডিভাইসটির সর্বোচ্চ ভ্যারিয়েন্ট ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, রিয়েলমি জিটি ৬ একটি ধাতব মিড ফ্রেম এবং গ্লাস ব্যাকের সাথে আসবে। যদিও কোম্পানি ইতিমধ্যেই ফোনটির সামনের ডিজাইন প্রকাশ করেছে, তবে এখনো তারা এর রিয়ার ডিজাইনটি পুরোপুরি প্রকাশ করেনি।

Show Full Article
Next Story