Realme GT Master Edition ভারতে আসার আগেই দাম ফাঁস, জেনে নিন ফিচার

জুলাইয়ের শেষে ডিজাইন ও ফিচারের এক অপূর্ব মেলবন্ধনে Realme GT Master Edition স্মাটফোন লঞ্চ করেছিল রিয়েলমি। ফ্ল্যাগশিপ গ্রেডের এই স্মার্টফোনে কারুকার্যের জন্য জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল…

জুলাইয়ের শেষে ডিজাইন ও ফিচারের এক অপূর্ব মেলবন্ধনে Realme GT Master Edition স্মাটফোন লঞ্চ করেছিল রিয়েলমি। ফ্ল্যাগশিপ গ্রেডের এই স্মার্টফোনে কারুকার্যের জন্য জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া’র সাথে হাত মিলিয়েছিল সংস্থাটি। এবার চীনের বাইরে ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও পা রাখছে Realme GT Master Edition। ভারতে ইতিমধ্যেই ফোনটির লঞ্চের দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে। এখন ইউরোপে Realme GT Master Edition-এর দাম কত হবে, একটি নতুন রিপোর্টে তা ফাঁস হয়ে গেল।

গ্লোবাল মার্কেটে Realme GT Master Edition-এর দাম

৯১মোবাইলসের সাথে যৌথ উদ্যোগে টিপস্টার সুধাংশু রিয়েলমি জিটি মাস্টার এডিশনের দাম লিক করেছেন। ওই টিপস্টারের মতে, ইউরোপে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পা রাখবে রিয়েলমি জিটি মাস্টার এডিশন৷ এই দুই ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ৩৪৯ ইউরো (প্রায় ৩০,৫৭৪ টাকা) এবং ৩৯৯ ইউরো (প্রায় ৩৪,৯৫৫ টাকা)৷ এছাড়া ব্ল্যাক, গ্রে, এবং হোয়াইট কালার অপশনে আসবে ফোনটি৷ উল্লেখ্য চীনে এই ফোনের দাম শুরু হয়েছিল ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৭০০ টাকা) থেকে।

Realme GT Master Edition স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ৩৬০ হার্টজ। ফোনে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর রয়েছে।

Realme GT Master Edition ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। বাকি দুটি ক্যামেরা হল এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এতে ৪,৩০০ এমএএইচ ব্যাটারির আছে। যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে রান করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন