Realme GT Neo 2 অক্টোবরের শুরুতে ভারতে আসছে? জল্পনা বাড়াল সিইও মাধব শেঠ

চলতি সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে Realme GT Neo 2। এবার এই গেমিং ফোকাস স্মার্টফোনটি ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব…

চলতি সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে Realme GT Neo 2। এবার এই গেমিং ফোকাস স্মার্টফোনটি ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ, সম্প্রতি একটি টুইটে Realme GT Neo 2 এর ভারতে লঞ্চের সঠিক সময় জানতে চেয়েছেন। পাশাপাশি একজন টিপস্টার দাবি করেছেন, আগামী নভেম্বরে দিওয়ালির সময় ভারতে আসতে চলেছে Realme GT Neo-র উত্তরসূরীটি।

Realme GT Neo 2 কবে ভারতে আসবে?

মাধব শেঠ তার টুইটে ফ্যানদের কাছে রিয়েলমি জিটি নিও ২ এর লঞ্চের সময় জানতে চেয়েছেন। সেখানে তিনি চারটি অপশন দিয়েছেন – অক্টোবরের শুরুতে, অক্টোবরের শেষে, নভেম্বর ও ডিসেম্বর। দেখা গেছে, ৮৩.১ শতাংশ রিয়েলমি ফ্যান চাইছেন অক্টোবরের শুরুতে ভারতে আসুক জিটি নিও ২। ফলে ফোনটি ওই সময় ভারতে লঞ্চ হতে পারে।

তবে টিপস্টার, যোগেশ ব্র্যারের দাবি, Realme GT Neo 2 ভারতে Flipkart Big Billion Days সেল শেষ হওয়ার পর আসবে। খুব সম্ভবত ফোনটি নভেম্বরে দিওয়ালি সেলের সময় লঞ্চ হতে পারে। যাইহোক, কোম্পানির তরফে এখনও ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি।

Realme GT Neo 2 এর দাম ও স্পেসিফিকেশন

চীনে রিয়েলমি জিটি নিও ২ ফোনের দাম শুরু হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৫৫০ টাকা)‌ থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। ফিচারের কথা বললে এই ফোনে আছে ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস Samsung E4 AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ৬০০ হার্টজ, পিক ব্রাইটনেস ১৩০০ নিটস। রিয়েলমি জিটি নিও ২ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (৭ জিবি অতিরিক্ত ডায়নামিক র‌্যাম সাপোর্ট করবে) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে, Realme GT Neo 2 ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনের পাঞ্চ হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে রান করা Realme GT Neo 2 ফোনে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন