Realme GT Neo 2 সেপ্টেম্বরের শেষের দিকে আসছে, থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা

রিয়েলমি গত মার্চে  MediaTek Dimensity 1200 প্রসেসরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT Neo লঞ্চ করেছিল। আত্মপ্রকাশের পরেই চীনের বাজারে তুমুল জনপ্রিয় হয়ে উঠে ফোনটি। ইতিমধ্যেই Realme…

রিয়েলমি গত মার্চে  MediaTek Dimensity 1200 প্রসেসরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT Neo লঞ্চ করেছিল। আত্মপ্রকাশের পরেই চীনের বাজারে তুমুল জনপ্রিয় হয়ে উঠে ফোনটি। ইতিমধ্যেই Realme GT Neo-এর বিক্রি ১ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এবার সেই সাফল্যের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে Realme GT Neo 2 বলে একটি নতুন ফোন আনছে সংস্থা। দেখতে গেলে যা প্রকৃতপক্ষে Realme GT Neo-এর উত্তরসূরি। গত মাসেই লিক হয়েছিল Realme GT Neo 2-এর ছবি ও স্পেসিফিকেশন। তখন অফিসিয়ালি কিছু না জানালেও এখন ফোনটির অস্বিত্ব কনফার্ম করেছে রিয়েলমি।

রিয়েলমি তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে Realme GT Neo-এর সাফল্যের কথা বলা হয়েছে। তার পরেই Realme GT Neo 2- এর প্রসঙ্গে আসা হয়েছে। রিয়েলমির বার্তা, শীঘ্রই আগমন ঘটছে এই ফোনের। সে ক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিকে Realme GT Neo 2 লঞ্চ হতে দেখা গেলে, অবাক হওয়ার কিছু থাকবে না।

Realme GT Neo 2 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিপোর্ট অনুসারে, রিয়েলমি জিটি নিও ২ ফোনে দেখা যেতে পারে ৬.৬২ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে। এটি ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে। ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এতে৷ ডিসপ্লের বাম দিকের পাঞ্চ-হোল কাটআউটে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে. এছাড়া ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সঙ্গে আসতে পারে রিয়েলমি জিটি নিও ২।

এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকার সম্ভাবনা আছে। ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে Realme GT Neo 2 আসবে। রিপোর্টে আরও বলা হয়েছে, ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমিইউই ২.০ সিস্টেমে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন