পাঞ্চ-হোল কাটিংসহ আসছে Realme GT Neo3, অনলাইনে ফাঁস হল স্মার্টফোনের নতুন কিছু রেন্ডার

খুব শীঘ্রই ‘Realme GT’ সিরিজের অন্তর্গত একটি ফোন চীন এবং ভারতের বাজারে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি Realme GT Neo3 (রিয়েলমি জিটি নিও৩)…

খুব শীঘ্রই ‘Realme GT’ সিরিজের অন্তর্গত একটি ফোন চীন এবং ভারতের বাজারে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি Realme GT Neo3 (রিয়েলমি জিটি নিও৩) নামক এই হ্যান্ডসেটের কিছু ছবি TENAA সার্টিফিকেশন সাইটে প্রকাশিত হয়েছে। এই ছবি অনুযায়ী আসন্ন স্মার্টফোন মডেলের ডিসপ্লে একটি নতুন ডিজাইন দ্বারা সজ্জিত হবে। আবার টিপস্টার শ্যাডোলিক GT Neo3-এর ফ্রেশ রেন্ডার ফাঁস করেছে যাতে ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের ডিজাইন প্রদর্শিত হয়েছে। এক্ষেত্রে নতুন রেন্ডারগুলি দেখায় ফোনটিতে প্রথমবার পাঞ্চ-হোল কাটিং থাকবে। তাছাড়া সম্ভবত ডিভাইসের বাম দিকে ভলিউম আপ এবং ডাউন বাটন দেখা যাবে, যেখানে এর ডানদিকে একটি পাওয়ার কী বিদ্যমান হবে।

একইভাবে রিয়েলমির পরবর্তী স্মার্টফোনের পিছনের দিকে একটি ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে, যেখানে ওআইএস (OIS) প্রযুক্তিসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা ব্যবহার করা যাবে। এর সাথে থাকবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আসুন এখন রিয়েলমি জিটি নিও৩-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কী জানা গিয়েছে তা দেখে নিই।

Realme GT Neo3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জল্পনা চলছে, রিয়েলমি জিটি নিও৩-তে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। অন্যদিকে এটি সম্ভবত ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর চালিত হবে, যার সাথে থাকবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। সফ্টওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ওএস ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ দেখা যেতে পারে। এছাড়া এই ফোনটি দুটি ব্যাটারি ভ্যারিয়েন্ট আসবে বলে মনে হচ্ছে। এর মধ্যে একটি মডেল ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ অফার করতে পারে, যেখানে অন্যটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, আসন্ন ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি সেন্সর দেখা যাবে বলে আশা করা যায়। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এর সামনের দিকে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপলব্ধ হবে।