Realme GT Neo 4 এই দুই দেশে সর্বপ্রথম লঞ্চ হবে, দেখা গেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে

Realme GT Neo 4 স্মার্টফোনকে সম্প্রতি সংস্থার ভারতীয় এবং চীনা অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হতে দেখ গেল। যার দরুন...
techgup 25 Aug 2022 12:13 PM IST

Realme GT Neo 4 স্মার্টফোনকে সম্প্রতি সংস্থার ভারতীয় এবং চীনা অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হতে দেখ গেল। যার দরুন আলোচ্য হ্যান্ডসেটটিকে খুব শীঘ্রই এদেশে এবং হোম-মার্কেটে অফিসিয়াল করতে চলেছে Realme, এমনটাই মনে করা হচ্ছে। যদিও সংস্থার সাইটে উপস্থিত হওয়া ব্যতীত ফোনটির সম্পর্কে আর কোনো তথ্য এই মুহূর্তে উপলব্ধ নেই। তবে আশা করা হচ্ছে যে, আপকামিং মডেলটি হয়তো গত ২৯শে এপ্রিল ভারতে আগত Realme GT Neo 3 স্মার্টফোনের সাক্সেসর ভার্সন হবে।

Realme সংস্থার ভারতীয় ও চীনের ওয়েবসাইটে দেখা গেলো Realme GT Neo 4 স্মার্টফোনকে

টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন যে, রিয়েলমি জিটি নিও ৪ স্মার্টফোনকে সংস্থার চীন এবং ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যার দরুন অনুমান করা যায় যে, এই আপকামিং হ্যান্ডসেটকে হয়তো শীঘ্রই আলোচ্য দুটি দেশে লঞ্চ করা হবে। যদিও রিয়েলমি স্বয়ং তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ বা স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য এখনও প্রকাশ্যে আনেনি। তবে বলতে দ্বিধা নেই, আসন্ন রিয়েলমি জিটি নিও ৪ স্মার্টফোনটি বিদ্যমান জিটি নিও ৩ মডেলের সাক্সেসর ভার্সন রূপে আত্মপ্রকাশ করবে। ফলে পূর্বসূরি এবং উত্তরসূরির মধ্যে কিছু ফিচারগত সাদৃশ্য দেখা যেতেই পারে।

https://twitter.com/stufflistings/status/1562291485835665408

এক্ষেত্রে, চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে আগত রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির ২কে (2K) ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,০০০ হার্টজ টাচ স্যাম্পলিং, এইচডিআর১০+ এবং ডিসি ডিমিং টেকনোলজি সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল, যার কাট আউটের মধ্যে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল Samsung S5K3P9 ফ্রন্ট সেন্সর উপস্থিত। আবার রিয়েলমি জিটি নিও ৩ ফোনের পিছনে এলইডি (LED) ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ এই ক্যামেরাগুলি হল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ ম্যাক্রো শুটার৷

ফাস্ট পারফরম্যান্সের জন্য Realme GT Neo 3 ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। এই নতুন রিয়েলমি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। কানেক্টিভিটির জন্য উক্ত মডেলে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আবার সেন্সর হিসাব এতে - অ্যাম্বিয়েন্ট লাইট, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার এবং ম্যাগনেটিক সেন্সর সামিল রয়েছে৷ নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি জিটি নিও ৩ ফোনের একটি ভ্যারিয়েন্টে ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story