Realme GT Neo Flash Edition আরো দ্রুত চার্জিং ও ডুয়েল সেল ব্যাটারির সাথে ২৪ মে লঞ্চ হবে

অবশেষে জানা গেল Realme GT Neo Flash Edition এর লঞ্চের তারিখ। আজ কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৪ মে বাজারে আনা হবে Realme GT Neo…

অবশেষে জানা গেল Realme GT Neo Flash Edition এর লঞ্চের তারিখ। আজ কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৪ মে বাজারে আনা হবে Realme GT Neo এর নতুন ভ্যারিয়েন্টটিকে। আপাতত এই ডিভাইসটি চীনে লঞ্চ হবে। কয়েকদিন আগেই জনপ্রিয় এক টিপস্টার, রিয়েলমি জিটি নিও ফ্ল্যাশ এডিশনের আগমনের কথা জানিয়েছিলেন। তিনি ফোনটির ব্যাটারি ও চার্জিং সম্পর্কিত তথ্য সামনে এনেছিলেন। আশা করা হচ্ছে কয়েকটি পার্থক্য ছাড়া, Realme GT Neo Flash Edition ফোনের ফিচার, Realme GT Neo এর মত হবে।

Realme GT Neo Flash Edition ২৪ মে লঞ্চ হবে

রিয়েলমি আজ একটি উইবো পোস্টে জিটি নিও ফ্ল্যাশ এডিশন এর লঞ্চের তারিখ জানিয়েছে। আগামী ২৪ মে ভারতীয় সময় বিকাল ৪টে ৩০ মিনিটে ফোনটি লঞ্চ হবে। কোম্পানির ওয়েবসাইট থেকে লঞ্চ ইভেন্ট সম্পর্কে খুঁটিনাটি জানা যাবে।

Realme GT Neo Flash Edition সম্পর্কে কি জানা গেছে

টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, রিয়েলমি জিটি নিওজিটি নিও ফ্ল্যাশ এডিশনের এর মধ্যে কেবল পার্থক্য থাকবে ব্যাটারি ও চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড ভার্সনে যেখানে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ছিল (সিঙ্গেল), সেখানে জিটি নিও ফ্ল্যাশ এডিশন ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি সহ আসবে। আবার এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত জিটি নিও ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হয়েছিল।

Realme GT Neo Flash Edition

আশা করা হচ্ছে Realme GT Neo Flash Edition এর বাদবাকি ফিচার Realme GT Neo এর মত হবে। সেক্ষেত্রে এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যেতে পারে। আবার ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসরে চলতে পারে। ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যেতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম ওএস সহ চলতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন