Realme GT Neo Flash Edition ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ডুয়েল সেল ব্যাটারি সহ লঞ্চ হল, জানুন দাম

ঘোষণা মতই আজ চীনে লঞ্চ হল Realme GT Neo Flash Edition। এই ফোনটি গত মার্চে বাজারে আসা Realme GT Neo এর আপগ্রেড ভার্সন, যেখানে ৫০…

ঘোষণা মতই আজ চীনে লঞ্চ হল Realme GT Neo Flash Edition। এই ফোনটি গত মার্চে বাজারে আসা Realme GT Neo এর আপগ্রেড ভার্সন, যেখানে ৫০ ওয়াটের বদলে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার নতুন এডিশন ডুয়েল সেল ব্যাটারি সহ এসেছে। এছাড়া দুটি ফোনের স্পেসিফিকেশন একই রকম। রিয়েলমি জিটি নিও ফ্ল্যাশ এডিশন-এ পাওয়া যাবে ডায়মেনসিটি ১২০০ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আসুন Realme GT Neo Flash Edition এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Realme GT Neo Flash Edition এর দাম

রিয়েলমি জিটি নিও ফ্ল্যাশ এডিশন এর দাম শুরু হয়েছে ২২৯৯ ইউয়ান থেকে, যা প্রায় ২৬,১০০ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। আবার এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২৪৯৯ ইউয়ানে (প্রায় ২৮,৪০০ টাকা)। ফোনটি ফাইনাল ফ্যান্টাসি, গীক সিলভার, হ্যাকার ব্ল্যাক এবং ডন লেদার (১২ জিবি র‌্যাম) কালার অপশনের সাথে এসেছে। গ্লোবাল মার্কেটে Realme GT Neo Flash Edition কবে আসবে তা এখনো জানা যায়নি।

Realme GT Neo Flash Edition এর স্পেসিফিকেশন

আগেই বলেছি রিয়েলমি জিটি নিও ফ্ল্যাশ এডিশন এর ফিচারের সাথে মিল আছে কিছু মাস আগে চীনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ফোনের। নতুন এডিশনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আবার এর ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর। সাথে আছে ARM G77 MC9 জিপিইউ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ ইউআই-এ চলবে।

Realme GT Neo Flash Edition ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি (ডুয়েল সেল) সহ এসেছে। এই ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

কানেক্টিভিটি জন্য এই ফোনে আছে ৫জি, ৪জি ভোল্টি, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই ফাই ব্লুটুথ ৫.১, জিপিএস, ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এতে ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। ফোনটির ওজন ১৭৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন