৩ আগস্ট লঞ্চ হচ্ছে Realme MagDart ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি! স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্টওয়াচ হবে চার্জ

গতবছর iPhone 12 এর সাথে MagSafe চার্জিং প্রযুক্তি লঞ্চ করেছিল Apple। এই প্রযুক্তি ওয়্যারবিহীন পদ্ধতিতে দ্রুত ডিভাইস চার্জ করতে সক্ষম। ইতিমধ্যেই MagSafe প্রযুক্তি আইফোন প্রেমীদের…

গতবছর iPhone 12 এর সাথে MagSafe চার্জিং প্রযুক্তি লঞ্চ করেছিল Apple। এই প্রযুক্তি ওয়্যারবিহীন পদ্ধতিতে দ্রুত ডিভাইস চার্জ করতে সক্ষম। ইতিমধ্যেই MagSafe প্রযুক্তি আইফোন প্রেমীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। আর তাই শোনা যাচ্ছিল রিয়েলমি (Realme) এই চার্জিং প্রযুক্তির অনুকরণে তাদের নিজস্ব ওয়্যারবিহীন চার্জিংয়ের সুবিধা বাজারে আনতে চলেছে, যার নাম Realme MagDart (রিয়েলমি ম্যাগডার্ট)। এখন সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ৩রা আগস্ট তারা এই অ্যান্ড্রয়েড ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির ওপর থেকে পর্দা সরাবে। সেক্ষেত্রে এই বিশেষ চার্জিং প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে রিয়েলমি, বিশ্বে অ্যান্ড্রয়েড ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি আনয়নকারী প্রথম ব্র্যান্ড হবে।

Realme MagDart প্রযুক্তির বিশেষত্ব কী

গত কয়েক দিন ধরে, রিয়েলমির ম্যাগডার্ট প্রযুক্তি সম্পর্কে প্রচুর তথ্য ফাঁস হয়েছে। তাছাড়া অ্যাপলের ম্যাগসেফের মত কার্যকরী এই চার্জারের বেশ কয়েকটি রেন্ডারও প্রকাশিত হয়েছে, যার থেকে এর সম্পূর্ণ ডিজাইন জানা গিয়েছে। রিপোর্ট বলছে এই রিয়েলমি ম্যাগডার্ট কমপক্ষে দুটি বিকল্প লঞ্চ করা হবে। এর মধ্যে একটিতে ম্যাগস্যাফের ডিস্কের মতো চার্জার দেখা যেতে পারে, যেখানে অপর সংস্করণটি বক্সি এবং বাল্কি (ভারী বা বড়) বডিতে আসবে। এক্ষেত্রে জানা গিয়েছে, দ্বিতীয় সংস্করণটি দ্রুত ব্যাটারি-চার্জিং স্পিড সরবরাহ করবে।

আবার রিয়েলমি ম্যাগডার্ট ১৫ ওয়াটের বেশি ওয়্যারলেস চার্জিং স্পিড অফার করবে বলে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে রিয়েলমি ম্যাগডার্ট সহজেই অ্যাপলের ম্যাগস্যাফ চার্জারকে (যা ১৫ ওয়াট চার্জিং স্পিড দেয়) পেছনে ফেলবে। টিপস্টার মুকুল শর্মার মতে, রিয়েলমির ম্যাগডার্ট প্রযুক্তি স্মার্টফোন ছাড়াও, ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং অন্যান্য রিয়েলমি প্রোডাক্টগুলিতেও সাপোর্ট করবে।

এদিকে Realme সম্ভবত একই সান্ধ্য ইভেন্টে একটি নতুন ফোন ঘোষণা করতে চলেছে। এই বিষয়ে Realme এখনো স্পষ্ট করে কিছু বলেনি, তবে জল্পনা রয়েছে প্রোডাক্টটি Realme MagDart চার্জিং সমর্থিত স্মার্টফোন হিসেবে আসবে। তদ্ব্যতীত, এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন