5 মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন! পৃথিবীর প্রথম 300W চার্জিং প্রযুক্তি আনছে Realme

রিয়েলমি শীঘ্রই বাজারে আনতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটিকে। এখন শোনা যাচ্ছে এই হ্যান্ডসেটের লঞ্চ ইভেন্টে কোম্পানি তাদের ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিটি প্রদর্শন করবে।

Ananya Sarkar 6 Aug 2024 11:06 AM IST

রিয়েলমি চীন এবং গ্লোবাল মার্কেটের জন্য তার পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এক সুপরিচিত টিপস্টার ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপটির সম্পর্কে নানা তথ্য ফাঁস করে চলেছেন। তিনি এখন জানিয়েছেন যে, কোম্পানি রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের লঞ্চ ইভেন্টে তাদের সবচেয়ে শক্তিশালী ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করতে পারে। আসুন এপ্রসঙ্গে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রিয়েলমির ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি শীঘ্রই চালু হতে চলেছে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওরফে ডিসিএস তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) পোস্টে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের কয়েকটি মূল বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, রিয়েলমি বিশ্বের প্রথম ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করতে পারে। যদিও কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ, রিয়েলমি জিটি ৭ প্রো মডেলে ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না।

গত জুন মাসে, রিয়েলমির গ্লোবাল হেড অফ মার্কেটিং, ফ্রান্সিস ওয়াং একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে কোম্পানি বর্তমানে তাদের ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি পরীক্ষা করছে। তবে এবিষয়ে অন্য কোনও তথ্য জানাননি তিনি। বলা হচ্ছে যে, রিয়েলমির ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি তিন মিনিটেরও কম সময়ে ০ থেকে ৫০ শতাংশ এবং পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হতে পারে। রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের লঞ্চ ইভেন্টে ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করা হবে নাকি অন্য কোনও ইভেন্টের মাধ্যমে, সেটাই এখন দেখার।

রিয়েলমি জিটি ৭ প্রো হল রিয়েলমির প্রথম ফোন যা আইপি৬৯-রেটিং প্রাপ্ত ধুলো এবং জল প্রতিরোধী বিল্ড অফার করবে। এছাড়াও, এটি হবে কোম্পানির প্রথম ফোন, যেটিতে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আগের রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের চার দিকে মাইক্রো-কার্ভ সহ ফ্ল্যাট ওলেড প্যানেল থাকবে। এটি ১.৫কে রেজোলিউশন এবং এলটিপিও প্রযুক্তি অফার করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর দ্বারা চালিত ডিভাইসটি ২৪ জিবি পর্যন্ত র‍্যাম, সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ, প্রায় ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি ৭ প্রো মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ৩x অপটিক্যাল জুম, ১০x হাইব্রিড জুম এবং ১২০x ডিজিটাল জুম সাপোর্ট সহ একটি সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

Show Full Article
Next Story