Realme Narzo 30 ফোনে থাকবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারি
Realme তাদের নারজো সিরিজের নতুন ফোন, Narzo 30 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৮ মে এই ফোনটি মালয়েশিয়ায় লঞ্চ হবে।...Realme তাদের নারজো সিরিজের নতুন ফোন, Narzo 30 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৮ মে এই ফোনটি মালয়েশিয়ায় লঞ্চ হবে। আশা করা যায় এরপর রিয়েলমি নারজো ৩০ ভারত সহ অন্যান্য মার্কেটেও আসবে। এদিকে লঞ্চের তারিখ যত এগিয়ে আসছে, রিয়েলমি সোশ্যাল মিডিয়ায় একেরপর এক আসন্ন ফোনটির তথ্য শেয়ার করছে। লেটেস্ট টিজারে ফোনটির রিফ্রেশ রেট সম্পর্কে জানানো হয়েছে। আসুন Realme Narzo 30 ফোনটি সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে জেনে নিই।
রিয়েলমি মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, রিয়েলমি নারজো ৩০ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। গতকাল কোম্পানি জানিয়েছিল, এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। আবার এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Realme-র দাবি ফোনটি ২৫ মিনিটেই ০-৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। অর্থাৎ ফুল চার্জ হতে ফোনটি ৫৫-৬০ মিনিট সময় নিতে পারে।
কয়েকদিন আগে একটি আনবক্সিং ভিডিও থেকে জানা গিয়েছিল, Realme Narzo 30 ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ব্রাইটনেস ৫৮০ নিটস। এতে ব্যবহার করা হবে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। আবার ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো ৩০ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। বাকি দুটি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫মিমি আডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট।