5G ও 4G সাপোর্টের সাথে Realme Narzo 30 এর লঞ্চ আসন্ন

গতমাসে রিয়েলমি, নারজো ৩০ সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল, যেগুলি হল Realme Narzo 30 Pro 5G এবং Realme Narzo 30A। যদিও এই সিরিজের বেস মডেল…

গতমাসে রিয়েলমি, নারজো ৩০ সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল, যেগুলি হল Realme Narzo 30 Pro 5G এবং Realme Narzo 30A। যদিও এই সিরিজের বেস মডেল অর্থাৎ রিয়েলমি নারজো ৩০ এখনও বাজারে আসেনি। তবে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে শীঘ্রই এই ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। শুধু তাই নয় Realme Narzo 30 ফোনটি 5G ও 4G ভ্যারিয়েন্টের সাথে আসবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়েলমি ইন্ডিয়ার সিইও, Madhav Sheth এমনটাই জানিয়েছেন।

যদিও শেঠ ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, রিয়েলমি নারজো ৩০ এর ৪জি ভার্সনের টেস্টিং ও ডেভেলপমেন্টের কাজ তারা সমাপ্ত করেছে। পাশাপাশি ৫জি ভার্সনের ওপরও কাজ চলছে। তিনি আরও জানিয়েছেন, ভারতে সস্তা 5G ফোনের চাহিদা অধিক থাকার কারণেই তারা Realme Narzo 30 এর 5G ভার্সন লঞ্চ করবে।

যদিও এছাড়া আসন্ন এই ফোনের স্পেসিফিকেশন কি হবে তা জানা যায়নি। তবে আমরা আশা করতে পারি, এই ফোনে রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি এর মতই স্পেসিফিকেশন থাকবে। প্রসঙ্গত নারজো ৩০ প্রো ৫জি ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর।

এই ফোনটির পিছনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৩০ ডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। 

ভারতে Realme Narzo 30 Pro 5G এর দাম শুরু হয়েছে ১৬,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন