Realme Narzo 50 vs Samsung Galaxy F22: দাম ও ফিচারের নিরিখে কে এগিয়ে দেখে নিন

গতকাল, ২৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রেখেছে Realme Narzo 50। ভারতে এই নবাগত ফোনের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। ফিচার হিসাবে বাজেট রেঞ্জের এই…

গতকাল, ২৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রেখেছে Realme Narzo 50। ভারতে এই নবাগত ফোনের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। ফিচার হিসাবে বাজেট রেঞ্জের এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ডায়নামিক র‍্যামের সাপোর্ট। ফলে উক্ত ফিচারের তালিকা ও দাম দেখে বহু টেক-সমালোচকেরা মনে করছেন যে, Realme-র এই নয়া ফোনটি গত বছরের জুলাই মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy F22 -এর প্রতিদ্বন্দ্বি হবে। যদিও বিদ্যমান Samsung ডিভাইসটি দাম ও কয়েকটি ফিচারের নিরিখে নবাগতের থেকে কিছুটা পিছিয়ে থাকছে। তবুও, সদ্য লঞ্চ হওয়া হ্যান্ডসেট ও বিদ্যমান মোবাইলের মধ্যে কোনটির বৈশিষ্ট্য সর্বাধিক অ্যাডভান্স, এই জিজ্ঞাসা এখন অনেক ক্রেতাদেরই। তাই আমরা আপনাদের এই বিভ্রান্তি দূর করতে, Samsung Galaxy F22 এবং Realme Narzo 50 এর মধ্যে সেরা কে? সেই সম্পর্কে তুলনামূলক আলোচনা করবো।

Realme Narzo 50 vs Samsung Galaxy F22: ডিসপ্লে

সদ্য আগত রিয়েলমি নারজো ৫০ ফোনে দেখা যাবে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।

অন্যদিকে, বিদ্যমান স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) sAMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

Realme Narzo 50 vs Samsung Galaxy F22: প্রসেসর, অপারেটিং সিস্টেম, স্টোরেজ

রিয়েলমি নারজো ৫০, মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই১ (Realme UI1) কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে এই ফোনে পাওয়া যাবে ৬ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং ১২৮ পর্যন্ত UFS 2.1 স্টোরেজ। এছাড়া এতে আছে ডায়নামিক র‍্যাম ফিচার, যা ১১ জিবি পর্যন্ত র‌্যাম কে বাড়াবে। আর, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অপরপক্ষে, স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫২ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১ (One UI 3.1) কাস্টম ইউজার ইন্টারফেসে চলবে। স্যামসাংয়ের এফ সিরিজের এই ফোনকে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

Realme Narzo 50 vs Samsung Galaxy F22: ক্যামেরা সেটআপ

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, রিয়েলমি নারজো ৫০ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স। এছাড়া, সেলফি তোলার জন্য ডিসপ্লের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে উপস্থিত থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনে ফটোগ্রাফির জন্য কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর, সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Realme Narzo 50 vs Samsung Galaxy F22: কানেক্টিভিটি, ব্যাটারি

কানেক্টিভিটির জন্য রিয়েলমি নারজো ৫০ স্মার্টফোনে, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমির এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, ইউএবিসি টাইপ-সি ২.০ পোর্ট এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সমর্থন সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Realme Narzo 50 vs Samsung Galaxy F22: দাম

ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে, ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আর, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ১৫,৪৯৯ টাকা। ফোনটি স্পিড ব্ল্যাক ও স্পিড ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। রিয়েলমি নারজো ৫০ ফোনটি, আগামী ৩ মার্চ দুপুর ১২টায় ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর দাম শুরু হয়েছে ১২,৪৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের। আবার, ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৪,৪৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এফ২২ ডেনিম ব্ল্যাক ও ডেনিম ব্লু কালারে উপলব্ধ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন