Realme Narzo 50A Prime আজ ভারতে লঞ্চ হচ্ছে, বাজেট রেঞ্জের এই ফোনে থাকবে বড় ব্যাটারি

Realme Narzo 50A Prime আজ একটি ভার্চুয়াল ইভেন্টে ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনটি আগেই ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ করেছে।...
Julai Modal 25 April 2022 11:12 AM IST

Realme Narzo 50A Prime আজ একটি ভার্চুয়াল ইভেন্টে ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনটি আগেই ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ করেছে। বাজেট রেঞ্জের এই ফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। দুটি সাইটেই Realme Narzo 50A Prime এর জন্য মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। সেখানে থেকে কিছু বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে। যেমন এই স্মার্টফোনটি বড় ব্যাটারি ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ আসছে।

Realme Narzo 50A Prime আজ কখন লঞ্চ হবে

আগেই বলেছি রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটি লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও ওয়েবসাইট থেকে ইভেন্টটি দেখা যাবে।

Realme Narzo 50A Prime এর ভারতে দাম (সম্ভাব্য)

ভারতে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম- এর দাম ১৫,০০০ টাকার মধ্যেই রাখা হবে বলে খবর। উল্লেখ্য ইন্দোনেশিয়ায় এই ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১৯,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১০,৬০০ টাকা) এবং টপ-এন্ড ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ২১,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১১,৭০০ টাকা)।

Realme Narzo 50A Prime ফোনের স্পেসিফিকেশন, ফিচার

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম এর ভারতীয় সংস্করণটি ইন্দোনেশিয়ার সংস্করণের মতো ফিচার সহ আসবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে এতে ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে দেখা যেতে পারে, যা ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটি ইউনিসক টি ৬১২ প্রসেসর দ্বারা চালিত হবে। আবার ফোনটি ৎ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

ক্যামেরার কথা বললে, Realme Narzo 50A Prime-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হতে পারে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, একটি মনোক্রোম পোট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো শ্যুটার। ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এই হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে পাওয়া যাবে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, মাইক্রো এসডি কার্ড স্লট এবং ইউএসবি-সি পোর্ট।

Show Full Article
Next Story