Realme Narzo 50A Prime নাকি Realme Narzo 50A, সস্তার কোন ফোনটি আপনার জন্য লাভজনক হবে
গতপরশু অর্থাৎ ২৫শে এপ্রিল ভারতে আত্মপ্রকাশ করেছিল Realme Narzo 50A Prime। এই ফোনটি সংস্থার Narzo 50 সিরিজের চতুর্থ...গতপরশু অর্থাৎ ২৫শে এপ্রিল ভারতে আত্মপ্রকাশ করেছিল Realme Narzo 50A Prime। এই ফোনটি সংস্থার Narzo 50 সিরিজের চতুর্থ ডিভাইস রূপে এসেছে। এর আগে এই সিরিজের অধীনে - Realme Narzo 50A, Realme Narzo 50, এবং Realme Narzo 50i - এই তিনটি হ্যান্ডসেট এসেছে। যাইহোক Realme সংস্থার এই নয়া এন্ট্রি-লেভেল স্মার্টফোনটি ৪ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল AI ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর, ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। আর এটির প্রারম্ভিক মূল্য ১১,৪৯৯ টাকা রাখা হয়েছে। এদিকে, উল্লেখিত ফিচার ও দাম নিরিখে বলা যায় ২০২১ সালের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করা Realme Narzo 50A বাজেট হ্যান্ডসেটটি, সদ্য আগত Realme Narzo 50A Prime ফোনকে কড়া টক্কর দেবে। প্রসঙ্গত, বিদ্যমান ও নবাগত ফোন দুটির মধ্যে ফিচারগত কিছু সাদৃশ্য থাকলেও, পূর্বসূরির থেকে উন্নত ডিসপ্লে ফিচার, ব্যাটারি ক্যাপাসিটি ও চিপসেট দেখা যাবে উত্তরসূরিতে। ফলে, অনুরূপ 'প্রাইজ রেঞ্জে' Realme-র Narzo 50-সিরিজ অন্তর্গত এন্ট্রি-লেভেল দুটি ফোনের মধ্যে কোনটি কেনা অধিক লাভজনক হবে, তা নির্ণয় করার জন্য আজ আমরা Realme Narzo 50A Prime এবং Realme Narzo 50A ফোনের মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করবো।
Realme Narzo 50A Prime vs Realme Narzo 50A : ডিসপ্লে, সেন্সর
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে।
রিয়েলমি নারজো ৫০এ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ২০.৯ এসপেক্ট রেশিও এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ স্টাইল।
Realme Narzo 50A Prime vs Realme Narzo 50A : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
উন্নত পারফরম্যান্স প্রদান করার জন্য, নবাগত রিয়েলমি নারজো ৫০এ প্রাইম, মালি জি-৫৭ জিপিইউ ও ১২ এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর ইউনিসক টি৬১২ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে রান করে। এই ফোনে ৪ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। যদিও, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
উৎকর্ষমানের পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য রিয়েলমি নারজো ৫০এ ফোনে আর্ম মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস দ্বারা চালিত। ফোনটি ৪ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Realme Narzo 50A Prime vs Realme Narzo 50A : ক্যামেরা সেটআপ
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি মনোক্রোম পোট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো শ্যুটার। শেষ দুটি ক্যামেরার রেজোলিউশন অজানা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
রিয়েলমি নারজো ৫০এ ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ব্ল্যাক-এন্ড-হোয়াইট পোট্রেট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই রিয়ার সেন্সরগুলি নাইট মোড, বিউটি মোড, এইচডিআর, স্লো মোশন, টাইমল্যাপস ইত্যাদি ফিচার সাপোর্ট করে। একই সাথে, ফোনটির সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
Realme Narzo 50A Prime vs Realme Narzo 50A : ব্যাটারি ফ্রন্ট, সেন্সর
পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
রিয়েলমি নারজো ৫০এ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৫৩ দিন স্ট্যান্ডবাই, ৪৮ ঘন্টা কলিং, ২৭ ঘন্টা ইউটিউব ও ৮ ঘন্টা গেমিং টাইম অফার করবে বলে রিয়েলমির দাবি। আর, নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ডিভাইসে একটি ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত থাকছে।
Realme Narzo 50A Prime vs Realme Narzo 50A : দাম
ভারতে, রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা। আবার ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১২,৪৯৯ টাকা। ফোনটি ফ্ল্যাশ ব্ল্যাক ও ফ্ল্যাশ ব্লু কালার অপশনের সাথে আগামীকাল অর্থাৎ ২৮শে এপ্রিল অ্যামাজন এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হবে।
রিয়েলমি নারজো ৫০এ ফোনটিও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে এসেছে। সেক্ষেত্রে, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ১১,৪৯৯ টাকা। আর, ফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১২,৪৯৯ টাকায় নিয়ে আসা হয়েছে। রিয়েলমির এই বাজেট স্মার্টফোনকে, অক্সিজেন গ্রিন ও অক্সিজেন ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে।