Realme Narzo সিরিজের নতুন সংযোজন, ভারতে আসছে Narzo 9i, লঞ্চের আগে স্পেসিফিকেশন ফাঁস

Realme 9 সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে বিভিন্ন তথ্যের আনাগোনা লেগেই রয়েছে। রিয়েলমি কিছু না বললেও বিভিন্ন মহল থেকে শোনা...
SHUVRO 20 Dec 2021 7:54 PM IST

Realme 9 সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে বিভিন্ন তথ্যের আনাগোনা লেগেই রয়েছে। রিয়েলমি কিছু না বললেও বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে Realme 9 সিরিজে চারটি হ্যান্ডসেট আসবে - Realme 9i, Realme 9, Realme 9 Pro, এবং Realme 9 Pro+। যে টুকু খবর, এদের মধ্যে Realme 9i সামনের বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ করা হবে। ডিভাইসটির এক্সক্লুসিভ রেন্ডার ও স্পেসিফিকেশনগুলিও ইতিমধ্যেই সামনে এসেছে। এবার Realme Narzo 9i বলে আরেকটি স্মার্টফোনের বিষয়ে তথ্য উঠে এল এবং এটি পা থেকে মাথা পর্যন্ত Realme 9i এর সঙ্গে সম্পর্কিত।

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার কাছ থেকে খবর পেয়ে ৯১মোবাইলস তাদের প্রতিবেদনে বলেছে, ২০২২-এর প্রথম ত্রৈমাসিক অর্থাৎ জানুয়ারি-মার্চের মধ্যে Realme 9i কে রিব্র্যান্ডেড করে Realme Narzo 9i হিসেবে লঞ্চ করা হতে পারে। Realme Narzo 9i প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। ডিভাইসটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে।

উল্লেখ্য, প্রতিবেদনে আরও বলা হয়েছে, Realme 9i কে ভারতে Realme Narzo 9i নামকরণ করা হতে পারে। অথবা এমনও হতে পারে যে, এটি একটি সম্পূর্ণ ভিন্ন ডিভাইস হতে পারে এবং Realme 9i ও Realme Narzo 9i উভয়ই ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিয়েলমি নারজো ৯আই – এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme Narzo 9i Expected Specifications)

রিয়েলমি নারজো ৯আই বা রিয়েলমি ৯আই ডিভাইসে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ব্যাক প্যানেলে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেন্সর ও ২ মেগাপিক্সেলের সেন্সর।

রিয়েলমি নারজো ৯আই বা রিয়েলমি ৯আই স্নাপড্রাগন ৬৮০ প্রসেসর পরিচালিত ভারতের প্রথম ফোন ফিসেবে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্যদেওয়া হতে পারে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য এই ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

Show Full Article
Next Story