Realme Note 60: রিয়েলমি নোট সিরিজের নতুন বাজেট ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই

রিয়েলমি সি৬১ স্মার্টফোনটির সাম্প্রতিক লঞ্চের পর ব্র্যান্ডটি এখন তাদের নোট লাইনআপের পরবর্তী হ্যান্ডসেটগুলি বাজারে আনার...
Ananya Sarkar 1 July 2024 1:31 PM IST

রিয়েলমি সি৬১ স্মার্টফোনটির সাম্প্রতিক লঞ্চের পর ব্র্যান্ডটি এখন তাদের নোট লাইনআপের পরবর্তী হ্যান্ডসেটগুলি বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। কোম্পানির তরফে আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন এই সিরিজের অধীনে আরএমএক্স৩৯৩৩ মডেল নম্বর সহ একটি নতুন স্মার্টফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে উপস্থিত হয়েছে। এই ডিভাইসটিকে থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে, যা নিশ্চিত করেছে যে এটি রিয়েলমি নোট ৬০ নামে বাজারে আত্মপ্রকাশ করবে। আসুন এই লিস্টিংগুলি ফোনটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে জেনে নেওয়া যাক।

রিয়েলমি নোট ৬০ ফোনটিকে গিকবেঞ্চ এবং এনবিটিসি সার্টিফিকেশন

রিয়েলমি নোট ৬০ গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৪৩২ এবং গিকবেঞ্চের মাল্টি-কোর টেস্টে ১,৩৪১ পয়েন্ট স্কোর করেছে। এতে ইউনিসক টি৬১২ চিপসেট রয়েছে বলে অনুমান করা হচ্ছে, যার সর্বোচ্চ সিপিইউ ক্লক স্পিড ১.৮২ গিগাহার্টজ এবং মালি-জি৫৭ জিপিইউ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ৬ জিবি র‍্যাম থাকবে।

ইতিমধ্যেই, রিয়েলমি নোট ৬০ থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন, স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া এবং টিইউভি সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে। টিইউভি সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটিতে ৫,০০০ এমএএইচ (৪,৮৮০ রেটেড ভ্যালু) ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন সাইটের অনুমোদনও পেয়েছে, যদিও কোনও অতিরিক্ত স্পেসিফিকেশন এটি প্রকাশ করেনি। রিয়েলমি নোট ৬০ কি কি অফার করতে পারে, তার ধারণা পেতে আসুন এর পূর্বসূরির বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

রিয়েলমি নোট ৫০ ফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি নোট ৫০ ফোনে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ইউনিসক টি৬১২ প্রসেসরে চলে, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৫৭ জিপিইউ যুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি নোট ৫০ ডিভাইসটিতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি নোট ৫০ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে, যার মধ্যে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে৷ ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং আইপি৫৪ (IP54) রেটিং প্রাপ্ত চ্যাসিস।

Show Full Article
Next Story