Realme Pad Mini এবার ভারতে আসছে, পাওয়া যাবে WiFi ও LTE ভ্যারিয়েন্টে
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত বছর Realme Pad ট্যাবটি লঞ্চের মাধ্যমে ট্যাবলেটের বাজারে প্রবেশ করে। লঞ্চের সময় এই...স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত বছর Realme Pad ট্যাবটি লঞ্চের মাধ্যমে ট্যাবলেটের বাজারে প্রবেশ করে। লঞ্চের সময় এই বাজেট ট্যাবলেটটির দাম ভারতে ২০,০০০ টাকারও কম রাখা হয় এবং এটি একাধিক কানেক্টিভিটি এবং স্টোরেজ অপশনে এসেছিল। এদিকে ব্র্যান্ডটি চলতি মাসের শুরুর দিকে Realme Pad Mini নামে আরেকটি বাজেট ট্যাবলেট ফিলিপাইনের মার্কেটে লঞ্চ করেছে। রিয়েলমির এই নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি গত বছর লঞ্চ হওয়া Realme Pad-এর একটি লাইট সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। শোনা যাচ্ছে শীঘ্রই ভারতেও এই ট্যাবলেটটি লঞ্চ করবে সংস্থা। আজ একটি রিপোর্ট থেকে এদেশে Realme Pad Mini-এর কানেক্টিভিটি সম্পর্কে কিছু নতুন তথ্য উঠে এসেছে।
Realme Pad Mini ভারতে লঞ্চ হবে শীঘ্রই
ভারতে খুব শীঘ্রই রিয়েলমি প্যাড মিনি- এর ওপর থেকে পর্দা সরানো হবে। টেক সাইট, মাইস্মার্টপ্রাইস, রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে আসন্ন ট্যাবলেটটির একটি তালিকা স্পট করেছে। সংস্থার সাইটে স্পেয়ার পার্টস পেজে প্যাড মিনির দুটি ভ্যারিয়েন্টের কথা উল্লেখ পাওয়া গেছে। এই ট্যাবটি ওনলি ওয়াই-ফাই (Only WiFi) এবং এলটিই (LTE) এই দুই বিকল্পই এদেশে আত্মপ্রকাশ করবে। যেহেতু প্যাড মিনি অরিজিনাল রিয়েলমি ট্যাবলেটের একটি ট্রিম-ডাউন সংস্করণ, তাই আশা করা যায় এটি আরও সাশ্রয়ী মূল্যে বাজারে আসবে।
প্রসঙ্গত, ভারতে রিয়েলমি প্যাডের ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজের বেস মডেলটির দাম রাখা হয় ১৩,৯৯৯ টাকা। এই ট্যাবলেটটি ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এলটিই অপশনগুলিতেও উপলব্ধ, যেগুলির দাম যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকা। আশা করা যায়, ভারতে রিয়েলমি প্যাড মিনির দাম অরিজিনাল রিয়েলমি প্যাডের বেস মডেলের চেয়েও কম রাখা হবে। এই নতুন ট্যাবলেটের লঞ্চের তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে আগামী দিনে এটির সম্পর্কে অনলাইনে আরও বিশদ বিবরণ প্রকাশিত হবে বলে আশা করা যায়।
রিয়েলমি প্যাড মিনি-এর স্পেসিফিকেশন (Realme Pad Mini Specifications)
গত ৪ এপ্রিল ফিলিপাইনে লঞ্চ হওয়া বাজেট রেঞ্জের রিয়েলমি প্যাড মিনি ট্যাবলেটে ৮.৭ ইঞ্চির এলইডি ডিসপ্লে আছে, যা ১,৩৪০×৮০০ পিক্সেলের এইচডি রেজোলিউশন এবং ৮৪.৫৯ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। বাজেট অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি ইউনিসক টি৬১৬ প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ সহ ফিলিপাইনে লঞ্চ হয়েছে। আশা করা যায় ভারতীয় ভ্যারিয়েন্টটিও এই একইরকম মেমরি কনফিফারেশনে পাওয়া যাবে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ট্যাবের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।
ছবি তোলা এবং ডক্যুমেন্ট স্ক্যান করার জন্য Realme Pad Mini-এর ব্যাক প্যানেলে একটি একক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। আবার সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এই বাজেট রেঞ্জের রিয়েলমি ট্যাবটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসে শক্তিশালী ৬,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অডিওর জন্য এতে মিলবে ডুয়েল স্পিকার সেটআপ।