ল্যাপটপের পর ট্যাবলেট? Realme Pad নিয়ে জল্পনা তুঙ্গে

কম সময়ের মধ্যেই রিয়েলমি (Realme) স্মার্টফোন মার্কেটে অভূতপূর্ব সাফল্যের স্বাদ পেয়েছে। স্মার্টফোন ব্যবসার ওপর ভর করেই চাইনিজ টেক ব্র্যান্ডটির প্রোডাক্ট পোর্টফোলিও এখন পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, ইয়ারবাডস…

কম সময়ের মধ্যেই রিয়েলমি (Realme) স্মার্টফোন মার্কেটে অভূতপূর্ব সাফল্যের স্বাদ পেয়েছে। স্মার্টফোন ব্যবসার ওপর ভর করেই চাইনিজ টেক ব্র্যান্ডটির প্রোডাক্ট পোর্টফোলিও এখন পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, ইয়ারবাডস থেকে ইলেকট্রিক টুথব্রাশ পর্যন্ত বিস্তৃত। আবার গতকাল রিয়েলমির সিইও তাঁর টুইটে ইঙ্গিত করেছিলেন যে, সংস্থা ল্যাপটপ মার্কেটেও পা রাখতে চলেছে। তবে গতকালই রিয়েলমির সিএমও-এর একটি টুইট বার্তা জল্পনায় নতুন মাত্রা যোগ করলো।

রিয়েলমির ওই কর্তা টুইটারে প্রশ্ন করেছেন, রিয়েলমি প্যাড (Realme Pad), এই নামটি কেমন? ল্যাপটপের নামকরণের ক্ষেত্রে কোম্পানিরা সাধারণত বুক (Book) এবং ট্যাবলেটের ক্ষেত্রে প্যাড (Pad) শব্দটি ব্যবহার করে। ফলে টেকমহলের একাংশের মতে, রিয়েলমির প্রথম ট্যাবলেটকেই হয়তো টিজ করা হয়েছে।

রিয়েলমির আপকামিং ট্যাবলেট এখনও রহস্যে মোড়া। কারণ রিয়েলমি যে ট্যাব আনতে চলেছে, এই প্রথমবার তার ইঙ্গিত পাওয়া গেল। ফলে সম্ভাব্য স্পেসিফিকেশনের বিষয়েও কোনও আঁচ পাওয়া যায়নি।

রিয়েলমি ট্যাবলেট (Realme Tablet) বা রিয়েলমি প্যাড কেমন দেখতে হবে বা কোন সফটওয়্যারে চলবে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অ্যান্ড্রয়েডের সঙ্গ হয়তো রিয়েলমি ছাড়বে না, তবে রিয়েলমির প্রথম ট্যাবে ক্রোম ওএস (Chrome OS) প্রি-ইনস্টলড থাকলে মন্দ হবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন