Realme Pad X, Watch 3, Buds Air 3 Neo সহ একঝাঁক স্মার্ট গ্যাজেট আজ ভারতে লঞ্চ হচ্ছে

Realme তাদের Realme TechLife ব্র্যান্ডের অংশ হিসাবে আজ অর্থাৎ ২৬শে জুলাই 'Hey Creatives' নামক একটি ডিজিটাল ইভেন্টে বেশ...
SUPARNA 26 July 2022 12:47 PM IST

Realme তাদের Realme TechLife ব্র্যান্ডের অংশ হিসাবে আজ অর্থাৎ ২৬শে জুলাই 'Hey Creatives' নামক একটি ডিজিটাল ইভেন্টে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অফ থিংগস (AIoT) ডিভাইসগুলি উন্মোচন করতে চলেছে। আলোচ্য লঞ্চ ইভেন্টের মূল আকর্ষণ হবে Realme Pad X, যা হল একটি 5G এনাবল মিড-রেঞ্জ ট্যাবলেট। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৮,৩৪০ এমএএইচ ব্যাটারি সমন্বিত থাকবে। শেনঝেন-ভিত্তিক এই সংস্থাটি Realme Watch 3 নামের একটি স্মার্টওয়াচকেও আজকের ডিজিটাল ইভেন্টে ঘোষণা করা হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। এই ওয়্যারেবলে একটি ১.৮-ইঞ্চির হরাইজন কার্ভড গ্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়া, Flat Monitor, Buds Wireless 2S, Buds Air 3 Neo, Realme Smart Keyboard এবং Realme Pencil প্রোডাক্টগুলিকেও এই ইভেন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

‘Hey Creatives' লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখবেন কীভাবে?

রিয়েলমি আয়োজিত এই ডিজিটাল লঞ্চ ইভেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

Realme Pad X স্পেসিফিকেশন

রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেটকে ইতিমধ্যেই চলতি বছরের মে মাসে লঞ্চ করা হয়েছিল। এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৮,৩৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত আছে। এছাড়া এই ট্যাবে, ১০.৯৫-ইঞ্চির ডিসপ্লে প্যানেলে এবং ডলবি অ্যাটমস সমর্থিত উন্নত মানের কোয়াড স্পিকার সিস্টেম রয়েছে।

Realme Watch 3 স্পেসিফিকেশন

রিয়েলমির এই লেটেস্ট স্মার্টওয়াচ একটি ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং হরাইজন কার্ভড গ্লাস সহ একটি ১.৮-ইঞ্চির ডিসপ্লে সহ আসবে। রিয়েলমি ওয়াচ ৩ ওয়্যারেবলে এআই-ভিত্তিক এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) ব্লুটুথ কলিং ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

Realme Buds Wireless 2S স্পেসিফিকেশন

রিয়েলমি বাডস ওয়্যারলেস ২এস, ১১.২ মিমি দৈর্ঘ্যের ডায়নামিক ব্যাস ড্রাইভারের সাথে সজ্জিত হয়ে আসবে। এতে ব্লুটুথ ৩.০ কানেক্টিভিটি এবং ডুয়েল ডিভাইস সুইচিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, নেকব্যান্ড-স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন ২৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমির দাবি অনুসারে, এই অডিও ডিভাইস মাত্র ২০ মিনিটেরস স্বল্প চার্জে ৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের যোগান দেবে।

Realme Buds Air 3 Neo স্পেসিফিকেশন

রিয়েলমি বাডস এয়ার ৩ নিও হল একটি ট্রু-ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড, যা সম্প্রতি চীনে আত্মপ্রকাশ করেছে। এটি ১০ মিমি ডাইনামিক ব্যাস ড্রাইভার সহ এসেছে। এবং এই অডিও ডিভাইসে এআই এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) এবং ডলবি অ্যাটমস টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। রিয়েলমির এই লেটেস্ট গ্যাজেটটি মোট ৩০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে, বলা হচ্ছে।

Realme Flat Monitor, Smart Keyboard স্পেসিফিকেশন

রিয়েলমি ফ্লাট মনিটর-এ একটি ২৩.৮-ইঞ্চির ফুল এইচডি বেজেল লেস ডিসপ্লে প্যানেল দেখা যাবে, যা ৭৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮-মিলিসেকেন্ড রেসপন্স টাইম অফার করবে। এছাড়া, স্মার্ট কী-বোর্ডটি, ২৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে, যা ১০.৬-ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হচ্ছে।

Show Full Article
Next Story