Realme Pad X, Realme Watch 3 ভারতে লঞ্চ হচ্ছে ২৬ জুলাই, Hey Creatives ইভেন্টের ঘোষণা সংস্থার
এই প্রগতির যুগে দ্রুততর ৫জি পরিষেবা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা- সবই মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে। তাই বিভিন্ন...এই প্রগতির যুগে দ্রুততর ৫জি পরিষেবা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা- সবই মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে। তাই বিভিন্ন সংস্থাগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত নিত্যনতুন ডিভাইস গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস করে চলেছে। স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme)-ও চলতি মাসের শেষের দিকে ৫জি কানেক্টিভিটি যুক্ত এআইওটি (AIoT) প্রোডাক্টের একটি বিস্তৃত রেঞ্জ উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ২৬ জুলাই ভারতে হে ক্রিয়েটিভস (Hey Creatives) নামের একটি ডিজিটাল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে একাধিক নতুন ডিভাইসের ওপরে থেকে পর্দা সরাবে সংস্থা। রিয়েলমি দ্বারা প্রকাশ করা একটি টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আসন্ন Realme Pad X এবং Realme Watch 3-এই লঞ্চ ইভেন্টের অংশ হবে। এছাড়াও, একটি পিসি মনিটর এবং দুটি ইয়ারফোনও এদের সাথে আত্মপ্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও এখনও এগুলির সন্বন্ধে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, গত মে মাসে চীনের বাজারে ১১ ইঞ্চির ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ Realme Pad X ট্যাবলেটটি লঞ্চ হয়েছে।
Realme-এর "Hey Creatives" ইভেন্ট: সময়সূচী ও বিস্তারিত বিবরণ
রিয়েলমি ভারতে আগামী ২৬ জুলাই দুপুর ১২:৩০ টায় হে ক্রিয়েটিভস (Hey Creatives) নামে একটি ডিজিটাল লঞ্চ ইভেন্টের মাধ্যমে বেশ কয়েকটি ৫জি এনাবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ থিং (AIoT) প্রোডাক্ট উন্মোচন করবে। যদিও প্রযুক্তি সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে, এই লঞ্চ ইভেন্টে রিয়েলমি প্যাড এক্স এবং রিয়েলমি ওয়াচ ৩-ডিভাইস দুটি উন্মোচিত হবে কি না, তবে সংস্থার একটি সাম্প্রতিক টুইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর প্রোমো পেজ নির্দেশ করছে যে, উভয় গ্যাজেটই ২৬ জুলাইয়ের লঞ্চ ইভেন্টের অংশ হবে।
প্রসঙ্গত, রিয়েলমি চলতি সপ্তাহের শুরুতেই ভারতে রিয়েলমি প্যাড এক্স লঞ্চ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে টিজ করেছিল। যদিও, সংস্থা আসন্ন ট্যাবলেট সম্পর্কিত কোনও বিবরণ প্রকাশ করেনি। আবার রিয়েলমি ওয়াচ ৩- এরও একটি টিজার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ওয়াচ ৩-এ পূর্বসূরির তুলনায় বড় স্ক্রিন দেখা যাবে এবং এটি ব্লুটুথ কলিং ফাংশনের সাথে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, হে ক্রিয়েটিভস ইভেন্টের পোস্টারটি রিয়েলমির নতুন দুটি ইয়ারফোন এবং একটি পিসি মনিটর লঞ্চ করার ইঙ্গিতও দিয়েছে। অডিও প্রোডাক্টগুলির মধ্যে একটি হতে পারে Realme Buds Air 3 Neo। ফ্লিপকার্টের প্রোমো পেজ অনুসারে, এই ইয়ারফোনটি আগামী ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফ্লিপকার্ট 'অ্যাডাপটিভ ক্ল্যারিটি' এবং 'স্টেবল সাউন্ড'-এর মতো শব্দবন্ধের সাথে আসন্ন ইয়ারফোনটিকে টিজ করেছে। নয়া পিসি মনিটর সম্পর্কিত বিশদ বিবরণ ১৮ জুলাই সংস্থা দ্বারা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি, Realme Pad X ১১ ইঞ্চির ২কে ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ গত মে মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। ফটোগ্রাফির জন্য, এই ট্যাবের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ১০৫ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি অনির্দিষ্ট ফ্রন্ট-ফেসিং সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Pad X ৮,৩৪০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ট্যাবলেটে ডলবি অ্যাটমস (Dolby Atmos) প্রযুক্তির সাপোর্ট সহ কোয়াড স্পিকারও মিলবে। রিয়েলমির এই ট্যাবটি একটি কীবোর্ড এবং রিয়েলমি ম্যাগনেটিক স্টাইলাস (Realme Magnetic Stylus)-এর সাথে যুক্ত করা যেতে পারে।