সস্তায় দুর্দান্ত পারফরম্যান্স দিতে আসছে Realme Q সিরিজের নতুন ফোন

এই বছরের শুরু থেকেই নতুন ফোন লঞ্চের বিষয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে Realme। বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই, সংস্থাটি মিড রেঞ্জার Realme 8 সিরিজ কিংবা Realme…

এই বছরের শুরু থেকেই নতুন ফোন লঞ্চের বিষয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে Realme। বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই, সংস্থাটি মিড রেঞ্জার Realme 8 সিরিজ কিংবা Realme GT নামক গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়াও এসেছে Realme C20, Realme C21 এবং Realme C25-এর মত নতুন এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটও। এরই মধ্যে সম্প্রতি ব্র্যান্ডের এক এক্সিকিউটিভ জানিয়েছেন যে, তারা খুব শীঘ্রই ‘Q’ সিরিজের অধীনে কিছু নতুন ডিভাইস নিয়ে আসবে যা পারফরম্যান্স এবং দামের মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

চীনা টেক জায়ান্টটির ভাইস প্রেসিডেন্ট তথা গ্লোবাল প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট ওয়াং ওয়েই (Wang Wei)-এর মতে, Realme-র প্রিমিয়াম হ্যান্ডসেটগুলি ইতিমধ্যে গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে। তবে এই ফোনগুলি আকর্ষণীয় স্পেসিফিকেশন বা দুর্দান্ত পারফরম্যান্স সরবরাহ করলেও, এগুলির দাম মিড রেঞ্জের হ্যান্ডসেটগুলির চেয়ে বেশ খানিকটা বেশি। সেক্ষেত্রে, সংস্থাটি এখন নতুন ‘Q’ সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার পরিকল্পনা করছে, যা এটির GT সিরিজের স্মার্টফোনগুলির মত শক্তিশালী হবেনা বটে, কিন্তু এটি পারফরম্যান্স এবং দামের মধ্যে ভারসাম্য সরবরাহ করবে।

আসলে, এই জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থাটি তার GT এবং Q সিরিজের প্রোডাক্টগুলির সংমিশ্রনের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা মেটানোর চেষ্টা করছে। এক্ষেত্রে পূর্ববর্তীটি সিরিজটি প্রিমিয়াম বিভাগের অধীনে আসলেও, আসন্ন ফোনগুলি মিড-রেঞ্জের অংশ হিসেবে চালু হবে। তবে এগুলির প্রসেসর কতটা আধুনিক হবে তা এখনো নিশ্চিত করা যায়নি, কারণ ওয়াং ওয়েই বলেছেন যে আপাতত কেবল GT সিরিজের ডিভাইসগুলিতেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের চিপসেট থাকবে।

এছাড়া আগামী মাসগুলিতে Realme, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে একটি হ্যান্ডসেটও চালু করতে পারে বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই অন্যান্য সাশ্রয়ী ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও এই চিপসেটটি উন্নত পারফরম্যান্স দিতে ব্যবহৃত হয়েছে। যদিও রিয়েলমির এই ফোন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে খুব তাড়াতাড়ি এর ওপর থেকে পর্দা সরবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন