Realme Q সিরিজের পরবর্তী স্মার্টফোনে থাকবে Snapdragon 778G প্রসেসর, অন্যান্য বিশেষত্ব‌ও সামনে এলো

Snapdragon 778G প্রসেসরের সঙ্গে আসবে Realme Q সিরিজের পরবর্তী স্মার্টফোন। আজ এ কথা জানালেন স্বয়ং রিয়েলমি (Realme)-র ভাইস প্রেসিডেন্ট ওয়াং ওয়েই ডেরেক (Wang Wei Derek)।…

Snapdragon 778G প্রসেসরের সঙ্গে আসবে Realme Q সিরিজের পরবর্তী স্মার্টফোন। আজ এ কথা জানালেন স্বয়ং রিয়েলমি (Realme)-র ভাইস প্রেসিডেন্ট ওয়াং ওয়েই ডেরেক (Wang Wei Derek)। প্রসঙ্গত, গত সপ্তাহে Realme GT Neo 2 লঞ্চ হওয়ার পর থেকে শোনা যাচ্ছিল, Snapdragon 7 সিরিজের চিপ দিয়ে একটি নয়া স্মার্টফোনের উপর কাজ করছে রিয়েলমি, যা হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতএব ধরে নেওয়া যায়, ডেরেক এই ডিভাইসটির কথাই বলতে চেয়েছেন। তবে Q সিরিজের ফোন হলেও এর চূড়ান্ত নাম গোপনই রেখেছিন তিনি।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, Realme Q সিরিজের এই ফোনে ১৪৪ হার্টজ এলসিডি প্যানেল ব্যবহার করা হবে। এতে আই-প্রোটেকশন ফিচার থাকবে। অর্থাৎ এটি স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর নীল আলো থেকে চোখকে রক্ষা করবে।

আবার আর এক টিপস্টার দাবি করেছেন, TENAA অথরিটির সাইটে সদ্য স্পট করা RMX3641/RMX3463 মডেল নম্বরের স্মার্টফোনটি Snapdragon 778G প্রসেসরের সঙ্গে আসবে। এই স্মার্টফোনটিই Realme Q সিরিজের পরবর্তী ডিভাইস বলে জল্পনা ছড়িয়েছে।

টিপস্টারের দাবি যদি সত্যি হয়, তাহলে টেনা সর্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, RMX3641/RMX3463 (Realme Q সিরিজের পরবর্তী ফোন) স্মার্টফোনে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪১২ পিক্সেল) এলটিপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। যার মধ্যে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকবে ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা।

এছাড়া স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১১ ওএস, মাইক্রোএসডি কার্ড স্লট, ৩.৫ মিমি অডিও জ্যাক প্রভৃতি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন