Realme Q5 Pro মিডরেঞ্জে Snapdragon 870 প্রসেসর ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে, দেখা গেল Geekbench-এ

বেশ কিছুদিন ধরেই আসন্ন Realme Q5 স্মার্টফোন সিরিজটি নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে আগামী ২০ এপ্রিল রিয়েলমি আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে এই সিরিজের ডিভাইসগুলির ওপর…

বেশ কিছুদিন ধরেই আসন্ন Realme Q5 স্মার্টফোন সিরিজটি নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে আগামী ২০ এপ্রিল রিয়েলমি আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে এই সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে Realme Q5, Realme Q5i এবং Realme Q5 Pro- এই তিনটি মডেল। সম্প্রতি এক পরিচিত টিপস্টার আপকামিং Realme Q5i এবং Realme Q5 Pro স্মার্টফোনগুলির প্রধান স্পেসিফিকেশনগুলিও ফাঁস করেছেন। আর এখন Realme Q5 Pro মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম এবং চীনের 3C সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে, যেখান থেকে এর প্রসেসর, অপারেটিং সিস্টেমের ভার্সন, র‍্যাম এবং ডিভাইসের চার্জিং স্পিড সম্পর্কীত তথ্যগুলি প্রকাশিত হয়েছে।

Realme Q5 Pro-কে দেখতে পাওয়া গেল Geekbench ডেটাবেসে

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর রিপোর্ট অনুযায়ী, RMX3372 মডেল নম্বর সহ রিয়েলমি কিউ৫ প্রো মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করে যে, আপকামিং স্মার্টফোনটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত হবে, যার একটি প্রাইম কোর ৩.১৯ গিগাহার্টজে চলে, তিনটি কোর ২.২৪ গিগাহার্টজ গতিতে রান করে এবং বাদবাকি চারটি এফিসিয়েন্সি কোরের ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ। “কোনা” (Kona) কোডনেমের এই প্রসেসরটি অ্যাড্রেনো ৬৫০ (Adreno 650) জিপিইউ-এর সাথে যুক্ত। তালিকার প্রকাশিত এই তথ্যগুলি থেকে স্পষ্ট যে ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ আসবে। তালিকাটি থেকে জানা যাচ্ছে, এই ডিভাইসে ৮ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চলবে। রিয়েলমি কিউ৫ প্রো গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,০০৩ পয়েন্ট এবং মাল্টিকোর টেস্টে ৩,১৫৩ পয়েন্ট অর্জন করেছে।

realme-q5-pro

অন্যদিকে, RMX3372 মডেল নম্বরের রিয়েলমি স্মার্টফোন ওরফে Realme Q5 Pro চীনের 3C সার্টিফিকেশনও ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা ডিভাইসের চার্জিং প্রযুক্তি সম্পর্কীত তথ্য প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী, ডিভাইসটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং (১১ভি, ৭.৩এ) সাপোর্ট করবে। রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, Realme Q5 সিরিজের মডেলগুলিতে একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

এর আগে বিভিন্ন সূত্র মারফৎ জানা গেছে, Realme Q5 Pro-তে ৬.৬২ ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে নিরাপত্তার জন্য একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য, এই রিয়েলমি হ্যান্ডসেটে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Q5 Pro-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। আসন্ন ডিভাইসটির পরিমাপ ১৬২.৯ x ৭৫.৮ x ৮.৬৫ মিলিমিটার এবং ওজন ১৯৪.৫ গ্রাম হবে।