FHD ডিসপ্লে ও 48MP ক্যামেরার সাথে লঞ্চ হবে Realme RMX3571 স্মার্টফোন

Realme RMX3571 মডেল নম্বরের সাথে একটি নতুন স্মার্টফোনের উপরে কাজ শুরু করেছে রিয়েলমি। চিনের TENAA অথোরিটির ডেটাবেস থেকে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনগুলির সম্পর্কে প্রচুর তথ্য সামনে এনেছে।…

Realme RMX3571 মডেল নম্বরের সাথে একটি নতুন স্মার্টফোনের উপরে কাজ শুরু করেছে রিয়েলমি। চিনের TENAA অথোরিটির ডেটাবেস থেকে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনগুলির সম্পর্কে প্রচুর তথ্য সামনে এনেছে। এটি 5G রেডি এবং মিড-রেঞ্জ স্মার্টফোন বলেই মনে হচ্ছে। সে ক্ষেত্রে ডিভাইসটি চাইনিজ মার্কেটে Realme Q সিরিজ অথবা V সিরিজের অধীনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Realme RMX3571 স্পেসিফিকেশন

Realme RMX3571 আকার-আয়তনে ১৬৩.৮x৭৫.১x৮.১ মিমি এবং ওজন ১৯০ গ্রাম। টেনার লিস্টিং অনুযায়ী, এই স্মার্টফোনে ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে থাকবে‌। সামনের অংশের ছবি অন্ধকার থাকার কারণে এটি পাঞ্চ-হোল নাকি টিয়ারড্রপ নচের সাথে আসবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

Realme RMX3571 ডিভাইসে একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। যদিও প্রসেসরের নাম উল্লেখ নেই। ফোনটি ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ওয়ানইউআই ৩.০ কাস্টম ইন্টারফেসের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

Realme RMX3571 মডেল নম্বরের হ্যান্ডসেটে র ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি হবে ৮ মেগাপিক্সেলের‌। ফোনের ব্যাটারির রেটেড ভ্যালু ৪,৮৮০ এমএএইচ। এছাড়া, এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গিয়েছে৷ এই মুহূর্তে শুধু উক্ত তথ্যগুলিই সামনে এসেছে।