TENAA থেকে ফাঁস হল নতুন Realme স্মার্টফোনের ছবি এবং স্পেসিফিকেশন
রিয়েলমি এমাসেই বাজারে আনছে তাদের রিয়েলমি ১৩ প্রো সিরিজের স্মার্টফোনগুলি। আর এখন একটি আসন্ন রিয়েলমি স্মার্টফোনকে চীনের টেনা সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
রিয়েলমি সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ৩০ জুলাই ভারতে রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনটি উন্মোচন করবে। রিয়েলমি ১৩ প্রো সিরিজটি শীঘ্রই চীনেও লঞ্চ হবে, তবে এর লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। টেনা এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশনের মতো চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মগুলি জুন মাসে আরএমএক্স৩৯২১ মডেল নম্বর সহ রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনটিকে অনুমোদন করেছে। আর এখন, আরএমএক্স৩৯৮৯ মডেল নম্বর বহনকারী একটি নতুন ডিভাইসও টেনা কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এই লিস্টিংটি ডিভাইসটির ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এই ডিভাইসটি স্ট্যান্ডার্ড রিয়েলমি ১৩ প্রো হিসাবে আত্মপ্রকাশ করবে কিনা, সেটাই এখন দেখার। ফোনটি কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।
রিয়েলমি আরএমএক্স৩৯৮৯ ফোনের স্পেসিফিকেশন
টেনা লিস্টিং অনুসারে, রিয়েলমি আরএমএক্স৩৯৮৯ ফোনটিতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৬.৬৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড প্যানেল রয়েছে। এটি সম্ভবত ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেন্সর ও একটি ২ মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে।
পারফরম্যান্সের জন্য, রিয়েলমি আরএমএক্স৩৯৮৯ হ্যান্ডসেটে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর থাকবে, যদিও চিপসেটের নাম এখনও জানা যায়নি। ফোনটি ৬ জিবি, ৮ জিবি ও ১৬ জিবি র্যাম বিকল্প এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি আরএমএক্স৩৯৮৯ ফোনটি ৫,০৫০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি সহ আসবে। ডিভাইসটি এর আগে চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছিল, যা থেকে জানা গেছে যে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলবে। পরিশেষে ফোনটির পরিমাপ ১৬১.৩ x ৭৩.৯ x ৮.২ মিলিমিটার এবং ওজন ১৮৮ গ্রাম।
উল্লেখ্য, রিয়েলমি নিশ্চিত করেছে যে, রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ভারতে ৩০ জুলাই লঞ্চ হবে। একই ইভেন্টে, কোম্পানি এআই চালিত রিয়েলমি ওয়াচ এস২ স্মার্টওয়াচটিও উন্মোচন করবে।
রিয়েলমি এমাসেই বাজারে আনছে তাদের রিয়েলমি ১৩ প্রো সিরিজের স্মার্টফোনগুলি। আর এখন একটি আসন্ন রিয়েলমি স্মার্টফোনকে চীনের টেনা সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।