রিয়েলমি আনছে ১২১ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, মুহূর্তে চার্জ হবে স্মার্টফোন

মোবাইলের দুনিয়ায় রিয়েলমি একটি অন্যতম বড় কোম্পানি। Realme স্মার্টফোন কম দামে ভালো ফিচার দেওয়ার জন্য ভারতে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি রিয়েলমি লঞ্চ করেছে নিজেদের বাজেট রেঞ্জের…

মোবাইলের দুনিয়ায় রিয়েলমি একটি অন্যতম বড় কোম্পানি। Realme স্মার্টফোন কম দামে ভালো ফিচার দেওয়ার জন্য ভারতে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি রিয়েলমি লঞ্চ করেছে নিজেদের বাজেট রেঞ্জের স্মার্টফোন Realme C11 । এই স্মার্টফোন লঞ্চ করার আগে কোম্পানি একটি টিজার লঞ্চ করেছিল যাতে স্পষ্ট করা হয়েছিল যে, আর কিছুদিনের মধ্যেই রিয়েলমি আনতে চলেছে ১২১ ওয়াটের ফাস্ট চার্জিং। রিয়েলমি ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার, মাধব শেঠ সম্প্রতি টুইটারে এই Realme 121W Fast Charging প্রযুক্তি নিয়ে একটি টিজার শেয়ার করেন।

মাধব শেঠের টুইটার অ্যাকাউন্ট থেকে করা ওই পোস্টে, বেশকিছু লাইটনিং বোল্ট ইমোজি দেওয়া হয়েছে। এবং তা দেখে মনে করা হচ্ছে কোম্পানি আর কিছুদিনের মধ্যেই ১২১ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত স্মার্টফোন নিয়ে আসবে। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে ১৬ জুলাই রিয়েলমি ১২১ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি বাজারে আসবে। তবে কোম্পানির তরফে এখনও জানানো হয়নি কবে এই ফিচার লঞ্চ করা হবে। তাই এখন অব্দি ব্যবহারকারীরা কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।

আগে প্রকাশিত হওয়ার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, রিয়েলমি বাজারে ১২০ ওয়াট আল্ট্রা ডার্ট চার্জার নিয়ে আসতে পারে। এই চার্জার মাত্র তিন মিনিটের মধ্যে আপনার ৪,০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি যুক্ত স্মার্টফোনের ১/৩ অংশ চার্জ করতে পারে।

এছাড়াও, যদি রিয়েলমি বাজারে ১২১ ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক নিয়ে আসে, তাহলে এই প্রযুক্তির সাথে সরাসরি টক্কর হবে iQoo এর নতুন ১২০ ওয়াট ফাস্ট চার্জিং । জানা গিয়েছে আগামী কিছুদিনের মধ্যে কোম্পানি এই iQoo ১২০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত নতুন ডিভাইস লঞ্চ করতে পারে। এছাড়াও আগামীকাল অপ্পো গ্লোবাল মার্কেটে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে আসতে পারে। তাই এই মুহূর্তে রিয়েলমির এই নতুন ১২১ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির ব্যাপারে জানার জন্য সকলে অপেক্ষা করছেন।