ভারতের বাজারে শীঘ্রই 4K স্মার্ট টিভি নিয়ে আসছে রিয়েলমি

সম্প্রতি Realme C11 বাজেট স্মার্টফোনটি লঞ্চের অনুষ্ঠানে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মাধব শেঠ অদূর ভবিষ্যতে তাদের কিছু স্মার্ট প্রোডাক্ট এবং কিছু প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের ঘোষণা…

সম্প্রতি Realme C11 বাজেট স্মার্টফোনটি লঞ্চের অনুষ্ঠানে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মাধব শেঠ অদূর ভবিষ্যতে তাদের কিছু স্মার্ট প্রোডাক্ট এবং কিছু প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেন। তিনি আশ্বাস দেন রিয়েলমি গ্রাহকরা চাইলে খুব শীঘ্রই ভারতের বাজারে রিয়েলমি অত্যাধুনিক ফ্ল্যাগশিপ রেঞ্জের স্মার্টফোন আনবে। শুধু স্মার্টফোনেই সীমাবদ্ধ থাকবে না, রিয়েলমি তাদের প্রিমিয়াম টিভিও লঞ্চ করবে। কোম্পানির সিইও মাধব শেঠ একটি বিবৃতিতে বলেন, তারা খুব শীঘ্রই কিছু অত্যাধুনিক স্মার্ট প্রোডাক্ট যেমন Smart Speaker, Smart Watch, স্মার্টহোম গাজেট, হেডফোন এবং বিভিন্ন এক্সেসরিজ যেমন কার চার্জার, স্টাইলিশ ব্যাগ, হেডফোন ইত্যাদি আনতে চলেছে।

রিয়েলমি কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, তারা খুব শীঘ্রই প্রিমিয়াম রেঞ্জে Realme Smart TV ভারতের বাজারে আনতে চলেছে। তারা এখন আর বাজেট রেঞ্জের মধ্যে আটকে থাকবে না। তার কথামতো কোম্পানি একটি 4K রেজুলেশনের ৫৫ ইঞ্চির প্রিমিয়াম স্মার্টটিভি ভারতের বাজারে লঞ্চ করবে।

তিনি আরো বলেন, ট্রেন্ড অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্তরের শহরগুলিতে ফুল HD রেজুলেশন এবং ৪৩ ইঞ্চি স্ক্রিন টিভির চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। করোনা আবহে প্রায় গোটা বিশ্ব তথা ভারতেও কঠোর লকডাউন চলছে। এরফলে প্রায় তিন মাস ধরে মানুষ গৃহবন্দী। এই সময় একটি পরিবারে একের বেশি টিভির প্রয়োজন পড়েছে কারণ প্রত্যেক সদস্যই নিজের পছন্দের টিভি শো দেখতে চাই। এছাড়াও এখন OTT কনটেন্ট দেখার চাহিদা বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ OTT কনটেন্টই ফুল HD রেজুলেশনে আসে এবং শুধুমাত্র স্মার্ট টিভির মাধ্যমে চালানো যায়। তাই এখন বেশিরভাগ মানুষ তাদের প্রিয় শো উপভোগ করতে ৫৫ ইঞ্চি বা ৪৩ ইঞ্চির মত বড় ফুল HD ডিসপ্লের স্মার্ট টিভি কিনতে চাইছে। শেষ কিছু মাসে বড় স্কিনের স্মার্টটিভির বিক্রি অনেক বেড়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি সম্প্রতি ভারতে একটি ৪৩ ইঞ্চি ও আরেকটি ৩২ ইঞ্চির স্মার্টটিভি লঞ্চ করেছে। ৪৩ ইঞ্চির টিভির দাম ২১,৯৯৯ টাকা এবং ৩২ ইঞ্চি টিভির দাম ১২,৯৯৯ টাকা। এরপর রিয়েলমি ভারতের বাজারে ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি আনলে, কতটা সাড়া ফেলতে পারবে সেটাই দেখার।