Realme 10 সিরিজ সহ ১৫০০০ টাকার কমে আসছে Realme 5G স্মার্টফোন

জনপ্রিয় টেক ব্র্যান্ড Realme খুব শীঘ্রই ভারতে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দাবি আমাদের নয়, বরং Realme India -এর সিইও মাধব শেঠের। তার…

জনপ্রিয় টেক ব্র্যান্ড Realme খুব শীঘ্রই ভারতে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দাবি আমাদের নয়, বরং Realme India -এর সিইও মাধব শেঠের। তার বিবৃতি অনুসারে, শেনঝেন ভিত্তিক স্মার্টফোন নির্মার্তা সংস্থাটি চলতি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে কমপক্ষে চারটি নতুন হ্যান্ডসেট ভারতীয় বাজারে ঘোষণা করার পরিকল্পনা করছে। এই আপকামিং ডিভাইসগুলির মধ্যে Realme 10 সিরিজও অন্তর্ভুক্ত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

একগুচ্ছ নতুন স্মার্টফোন নিয়ে খুব শীঘ্রই হাজির হতে চলেছে Realme

রিয়েলমি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা মাধব শেঠ, সম্প্রতি একটি গ্যাজেড সার্চিং ই-পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে নতুন স্মার্টফোন আনার বিষয়ে জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে, আসন্ন এই হ্যান্ডসেটগুলিকে চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যেই হয়তো লঞ্চ করা হতে পারে। এক্ষেত্রে চারটি সম্ভাব্য মডেল বাদে, ১৫,০০০ টাকার প্রাইজ রেঞ্জের অধীনে একটি নতুন ৫জি (5G) এনাবল স্মার্টফোনও ভারতে নিয়ে আসা হতে পারে, এমন আভাসও পাওয়া গেছে সাক্ষাৎকারে। এই বিষয়ে মাধবের মন্তব্য, “এটি আমাদের পোর্টফোলিওর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় সংযোজন, বিশেষ করে ভারতে যখন ২০২২ সালের দ্বিতীয়ার্ধেই ৫জি নেটওয়ার্ক রোলআউট হতে চলেছে বলে আশা করা হচ্ছে।” অর্থাৎ, স্মার্টফোন নির্মাতারাও ভারতে আয়োজিত ৫জি স্পেকট্রাম নিলামকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে।

সাক্ষাৎকারে মাধব শেঠ আরো উল্লেখ করেছেন যে, রিয়েলমি ‘কনজিউমার ডিউরেবল সেগমেন্ট’ -এর অধীনে ২টি থেকে ৩টি নতুন বিভাগে প্রবেশ করতে চলেছে। তদ্ব্যতীত, রিয়েলমি ইন্ডিয়ার সিইও আরও দাবি করেছেন যে, বিশ্বব্যাপী চিপসেটের ঘাটতি কমতে শুরু করায় এই বছরের দ্বিতীয়ার্ধে আসন্ন রিয়েলমি স্মার্টফোনগুলির শিপমেন্ট ‘স্মুথলি’ পরিচালনা করা সম্ভব হবে।

যাইহোক, সংস্থাটির সিইওর বিবৃতি এবং সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি রিপোর্টের ভিত্তিতে বলা যায়, Realme 10 স্মার্টফোন সিরিজকে সম্ভবত অক্টোবর মাসে অর্থাৎ দীপাবলির সময় বা তার আগেই ভারতে লঞ্চ করা হতে পারে। এখন দেখার রিয়েলমি তাদের আসন্ন ডিভাইসগুলির লঞ্চ সম্পর্কিত তথ্য কবে প্রকাশ করে।